হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৫০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক মারা গেছেন। মৃত শহিদুলের বাড়ি যশোর সদর উপজেলার নুরপুর গ্রামে। মৃতদহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বাহনটিতে থাকা যাত্রী মালতি রানী (৪৫) ও ছেলে বিশ্বজিৎ (৩০) আহত হয়েছে। আহতেরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে বনানী আর্মি স্টেডিয়ামসংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। দুই যাত্রীসহ চালক আহত হন। এর মধ্যে চালক গুরুতর আহত হন। পরে তিনজনকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে চালক শহিদুলকে মৃত ঘোষণা করেন। 

বনানী থানার উপপরিদর্শক (এসআই) জুবায়দুল ইসলাম বলেন, বনানী আর্মি স্টেডিয়ামের সামনে ফুটপাতের পাশে পড়ে ছিল অটোরিকশাটি। ভেতরে চালক ও দুই যাত্রী আহত অবস্থায় পড়ে ছিলেন। পরে তাঁদের হাসপাতালে নিলে চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

আহত যাত্রীর বরাত দিয়ে এসআই জুবায়দুল জানান, তাঁরা বিমানবন্দর থেকে ফার্মগেট যাচ্ছিলেন। দ্রুতগতিতে চলছিল অটোরিকশাটি। আর্মি স্টেডিয়ামের সামনে এলে পেছন থেকে কিছু একটা ধাক্কা দেয়। পরে ফুটপাতের সঙ্গে ধাক্কা লাগে। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট