হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২ 

ঢামেক প্রতিবেদক

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় শহিদুল ইসলাম (৫০) নামের এক সিএনজিচালিত অটোরিকশা চালক মারা গেছেন। মৃত শহিদুলের বাড়ি যশোর সদর উপজেলার নুরপুর গ্রামে। মৃতদহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বাহনটিতে থাকা যাত্রী মালতি রানী (৪৫) ও ছেলে বিশ্বজিৎ (৩০) আহত হয়েছে। আহতেরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে বনানী আর্মি স্টেডিয়ামসংলগ্ন রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। দুই যাত্রীসহ চালক আহত হন। এর মধ্যে চালক গুরুতর আহত হন। পরে তিনজনকে পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার দিকে চালক শহিদুলকে মৃত ঘোষণা করেন। 

বনানী থানার উপপরিদর্শক (এসআই) জুবায়দুল ইসলাম বলেন, বনানী আর্মি স্টেডিয়ামের সামনে ফুটপাতের পাশে পড়ে ছিল অটোরিকশাটি। ভেতরে চালক ও দুই যাত্রী আহত অবস্থায় পড়ে ছিলেন। পরে তাঁদের হাসপাতালে নিলে চালককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

আহত যাত্রীর বরাত দিয়ে এসআই জুবায়দুল জানান, তাঁরা বিমানবন্দর থেকে ফার্মগেট যাচ্ছিলেন। দ্রুতগতিতে চলছিল অটোরিকশাটি। আর্মি স্টেডিয়ামের সামনে এলে পেছন থেকে কিছু একটা ধাক্কা দেয়। পরে ফুটপাতের সঙ্গে ধাক্কা লাগে। 

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস