হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সাটুরিয়ায় নারীকে গলা কেটে হত্যার অভিযোগে দ্বিতীয় স্বামী গ্রেপ্তার 

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় শারমিন আক্তার (৩০) নামে নারীকে হত্যার অভিযোগে তার দ্বিতীয় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। 

এর আগে আজ শনিবার দুপুর ১২টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের ধোতরা গ্রামে অবস্থিত কৃষি ইনস্টিটিউটের পশ্চিম পাশের রাস্তা থেকে শারমিনের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। 

গ্রেপ্তার ওই ব্যক্তির নাম—রতন। তিনি পেশায় কসাই। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যা। 

ওসি জানান, প্রায় ১৫ বছর আগে মনোয়ার নামের একজনের সঙ্গে নিহতের বিয়ে হয়েছিল। ৫ বছর ধরে ধামরাই উপজেলার রতন নামে আরেকজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে এক মাস আগে তাঁরা বিয়ে করে সংসার শুরু করেছিলেন। আজ শনিবার পুনরায় আবার রতনের কাছ থেকে প্রথম স্বামীর কাছে চলে যেতে চাইছিলেন শারমিন। এই আক্রোশে দ্বিতীয় স্বামী রতন ধারালো অস্ত্র দিয়ে শারমিনকে গলা কেটে হত্যা করে বলে জানিয়েছেন। 

নিহতের প্রথম স্বামী মনোয়ার আজকের পত্রিকাকে বলেন, ‘আজ (শনিবার) বিকেলে শারমিনের সাথে আমার পুনরায় বিয়ে হওয়ার কথা ছিল। আর দুপুরেই শারমিনের জবাই করা লাশ রাস্তার পাশে এলাকাবাসী দেখতে পায়। পরে আমরা গিয়ে শারমিনের লাশ শনাক্ত করি। আমি শারমিনের হত্যার বিচার চাই।’ 

শারমিনকে গলা কেটে হত্যা করার কথা স্বীকার করে দ্বিতীয় স্বামী রতন কসাই বলেন, ‘আমাকে ছেড়ে শারমিন আজ শনিবার বিকেলে ওর প্রথম স্বামীর মনোয়ারের কাছে চলে যাইতে চাইছিল। তাই আমি শারমিনকে ফোন দিয়ে ওই স্থানে (কৃষি ইনস্টিটিউটের পশ্চিম পাশের রাস্তায়) আসতে বলি। ও আসলে প্রথমে বুকে জড়িয়ে ধরি। তারপর পেছন থেকে আমি জড়িয়ে ধরে শারমিনের গলায় চাকু চালিয়ে ওকে হত্যা করি।’

এ বিষয়ে ওসি শফিকুল ইসলাম মোল্যা বলেন, ‘নিহতের দ্বিতীয় স্বামী রতনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির