জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির চৌধুরী পদত্যাগ করেছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন রেজিস্ট্রার।
রেজিস্ট্রার গিয়াস উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষের পদত্যাগপত্র ১২টায় আমার কাছে এসেছে। আমি সেটি মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। তবে পত্রে পদত্যাগের কারণ কি উল্লেখ করা হয়েছে তা আমি বলতে পারি না।
এর আগে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর ১১ আগস্ট শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টর, প্রভোস্টসহ বিভিন্ন দপ্তর প্রধান। তবে সেসময় কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী নিজ পদে বহাল ছিলেন।
এ বিষয়ে সদ্য পদত্যাগ করা কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ওই সময় সবাই পদত্যাগ করলে তো বিশ্ববিদ্যালয় অভিভাবক শূন্য হয়ে যেতো। এখন যেহেতু অভিভাবক আছে তাই পদত্যাগ করেছি।