প্যানেলভিত্তিক নিয়োগের দাবিতে ঈদের দিনেও গণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধনধারী চাকরিপ্রার্থীরা। আজ রোববার ৩৬তম দিনের মতো গণ অনশন চলছে।
গত ৫ জুন রাজধানীর শাহবাগে ‘প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের’ ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। ‘সনদ যার চাকরি তার’, ‘গণবিজ্ঞপ্তির নামে ক্যাসিনো ব্যবসা বন্ধ করো’, ‘এক পোস্টে হাজার আবেদন কেন’, ‘এক আবেদনে নিয়োগ চাই’ ইত্যাদি প্ল্যাকার্ড নিয়ে কর্মসূচিতে অংশ নিচ্ছেন নিবন্ধনধারীরা।
গত ৩৫ দিনের মতো আজও সকাল আটটা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো স্লোগান দিতে থাকেন নিবন্ধনধারীরা। সকাল ১০টা নাগাদ শাহবাগ চত্বরেই ঈদের নামাজ আদায় করেন শতাধিক অনশনকারী। কয়েকজন চাকরিপ্রার্থীর সঙ্গে তাদের শিশুসন্তানরাও অনশনে অংশ নিয়েছেন।
প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক্ষক সংগঠনের সভাপতি আমির হোসেন বলেন, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া আমাদের সমস্যার সমাধান হবে না। দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ আমাদের সঙ্গে কথা না বলেই শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে এই বিষয়টি নিয়ে বৈঠক করছে। রোগীকে না দেখে রোগীর সমস্যা না বুঝেই ওষুধ দেওয়ার মতো অবস্থা তৈরি করা হচ্ছে।
অনশনে অংশ নেওয়া জিএমল ইয়াসিন বলেন, চাকরির আশায় কোনো কোনো প্রার্থী পাঁচ শতাধিক আবেদন করলেও নিয়োগ পাননি। এক প্রার্থী গড়ে ১০০ আবেদন করেও নিয়োগ পাননি। অথচ সারা দেশের অর্ধলক্ষাধিক শিক্ষকের পদ এখনো খালি। সেখানে আমাদের নিবন্ধিতদের সরকার নিয়োগ দিতে পারে। কিন্তু তা করা হচ্ছে না।
তিন দফা দাবির মধ্যে রয়েছে-এক আবেদনে সকল নিবন্ধনধারী চাকরি প্রত্যাশীদের প্যানেল ভিত্তিক নিয়োগ দিতে হবে; সকল নিবন্ধনধারীদের স্ব স্ব নীতিমালায় নিয়োগ না হওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা বন্ধ রাখতে হবে এবং ইনডেক্সধারীদের গণবিজ্ঞপ্তির অন্তর্ভুক্ত না করে আলাদা বদলির ব্যবস্থা করতে হবে।