হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর কাকরাইল ও রমনায় গাড়ি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নয়াপল্টনে বিএনপির ও মতিঝিলে জামায়াতে ইসলামীর সমাবেশ ঘিরে উত্তেজনার মধ্যে রাজধানীতে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে কাকরাইল মোড়ে একটি ও এর আগে রমনায় একটি গাড়ি ভাঙচুর হয়। 

গাড়ির চালক করিম আজকের বলেন, বৈশাখী পরিবহনের গাড়িটি সাভার থেকে বাড্ডা চলাচল করে। গুলশান বাড্ডা হয়ে যাত্রী নিয়ে সাভার যাওয়ার পথে কাকরাইল মোড়ে বিএনপির একটি মিছিল থেকে গাড়িটি ভাঙচুর করা হয়। এ সময় পাশে পুলিশ থাকলেও তারা কোনো বাধা দেয়নি। 

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন আজকের পত্রিকাকে বলেন, বাসটি ভাঙচুরের পর সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রমনা সার্কিট হাউসের সামনেও একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

আজ দুপুরের পর এক দফা দাবি আদায়ে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। গতকাল বিকেল থেকেই সমাবেশস্থলে দলের নেতা–কর্মীরা আসতে শুরু করেন। বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন প্রবেশমুখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি করছেন। 

দুপুরের পর বায়তুল মোকাররমের দক্ষিণ আওয়ামী লীগও সমাবেশ ডেকেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতা–কর্মীদের খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসতে দেখা যায়।

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক