হোম > সারা দেশ > ঢাকা

এমপিওভুক্ত করার দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অবরোধ কর্মসূচি পালন করেন। ছবি: আজকের পত্রিকা

এমপিওভুক্ত করার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা। আজ বুধবার বেলা সোয়া ১২টার দিকে প্রেসক্লাব সংলগ্ন কদম ফোয়ারা মোড় অবরোধ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে পল্টন থেকে সচিবালয় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে দুপুর পৌনে ১টার দিকে পুলিশের অনুরোধে সড়ক থেকে সরে যায় শিক্ষকেরা।

প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অবরোধ কর্মসূচি পালন করেন। ছবি: আজকের পত্রিকা

বিক্ষোভে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, সারা বাংলাদেশে ১৭৭২টি প্রতিবন্ধী স্কুল ২০২০ সালে অনলাইনে এমপিওভুক্তির জন্য আবেদন করার পরেও তাদের আবেদন গ্রহণ করা হয়নি। কোনো কোনো শিক্ষক এসব বিদ্যালয়ে ১৫-১৬ বছর থেকে বিনা বেতনে কর্মরত রয়েছে। শিক্ষকেরা গত ১৮ দিন থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তি করার দাবি জানান তারা।

প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অবরোধ কর্মসূচি পালন করেন। ছবি: আজকের পত্রিকা

প্রতিবন্ধী শিক্ষক আন্দোলনের সমন্বয়ক ইলিয়াস রাজ সাংবাদিকদের বলেন, শিক্ষকেরা গত ১৮ দিন ধরে প্রেসক্লাবের সামনে অবস্থান করলেও সরকারের দায়িত্বশীলদের পক্ষ থেকে কেউ কোনো খোঁজ খবর নেয়নি। তাই বাধ্য হয়ে শিক্ষকেরা রাস্তায় নেমেছে। আমাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যাচ্ছে। সরকারের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস পেলে আন্দোলন তুলে নেবেন বলে জানান তিনি।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট