হোম > সারা দেশ > ঢাকা

এমপিওভুক্ত করার দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অবরোধ কর্মসূচি পালন করেন। ছবি: আজকের পত্রিকা

এমপিওভুক্ত করার দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা। আজ বুধবার বেলা সোয়া ১২টার দিকে প্রেসক্লাব সংলগ্ন কদম ফোয়ারা মোড় অবরোধ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে পল্টন থেকে সচিবালয় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তবে দুপুর পৌনে ১টার দিকে পুলিশের অনুরোধে সড়ক থেকে সরে যায় শিক্ষকেরা।

প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অবরোধ কর্মসূচি পালন করেন। ছবি: আজকের পত্রিকা

বিক্ষোভে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকেরা বলেন, সারা বাংলাদেশে ১৭৭২টি প্রতিবন্ধী স্কুল ২০২০ সালে অনলাইনে এমপিওভুক্তির জন্য আবেদন করার পরেও তাদের আবেদন গ্রহণ করা হয়নি। কোনো কোনো শিক্ষক এসব বিদ্যালয়ে ১৫-১৬ বছর থেকে বিনা বেতনে কর্মরত রয়েছে। শিক্ষকেরা গত ১৮ দিন থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তি করার দাবি জানান তারা।

প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা অবরোধ কর্মসূচি পালন করেন। ছবি: আজকের পত্রিকা

প্রতিবন্ধী শিক্ষক আন্দোলনের সমন্বয়ক ইলিয়াস রাজ সাংবাদিকদের বলেন, শিক্ষকেরা গত ১৮ দিন ধরে প্রেসক্লাবের সামনে অবস্থান করলেও সরকারের দায়িত্বশীলদের পক্ষ থেকে কেউ কোনো খোঁজ খবর নেয়নি। তাই বাধ্য হয়ে শিক্ষকেরা রাস্তায় নেমেছে। আমাদের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যাচ্ছে। সরকারের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস পেলে আন্দোলন তুলে নেবেন বলে জানান তিনি।

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন