হোম > সারা দেশ > ঢাকা

দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, বাসে আগুন

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় আলীনূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় বাস দুটিকে ভাঙচুর করে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।

আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে আবদুল্লাপুর-বাইপাইল সড়কের আশুলিয়ার জিরাবো এলাকায় বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ ঘটনা ঘটে। আলীনুর পরিবহন নবীনগর-বাইপাইল-আবদুল্লাহপুর রুটে চলাচল করে।

নিহত মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান (২৫) পরিবার নিয়ে আশুলিয়ার ঘোষবাগে বসবাস করতেন। তাঁর স্থায়ী ঠিকানা ঢাকার ডেমরা এলাকায়। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি বাস একটি আরেকটির আগে যাওয়ার জন্য উঠেপড়ে লেগেছিল। বাস দুটি পাশাপাশি ধাক্কা লাগছিল। এমন সময় বাসের সঙ্গে ধাক্কা লাগে এক মোটরসাইকেলের। মোটরসাইকেল আরোহী চাপা পড়ে সেখানেই মারা যান। পরে আশপাশের মানুষ ক্ষেপে গিয়ে বাসে আগুন দেয়।

আশুলিয়া থানার এসআই রাজু মণ্ডল জানান, সকালে আলীনুর পরিবহনের একটি বাসের চাপায় ওই মোটরসাইকেল আরোহী মারা গেলে উত্তেজিত জনতা বাসটিকে আটক করে ভাঙচুর করে। একপর্যায় দুটি বাসে আগুন দেয় তারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। পরে বাস দুটি সড়ক থেকে সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় বাসের কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ