হোম > সারা দেশ > ঢাকা

দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর, বাসে আগুন

সাভার (ঢাকা) প্রতিনিধি

সাভারের আশুলিয়ায় আলীনূর পরিবহনের দুটি বাসের প্রতিযোগিতায় চাপা পড়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় বাস দুটিকে ভাঙচুর করে আগুন দিয়েছে উত্তেজিত জনতা।

আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে আবদুল্লাপুর-বাইপাইল সড়কের আশুলিয়ার জিরাবো এলাকায় বেঙ্গল প্লাস্টিক কারখানার সামনে এ ঘটনা ঘটে। আলীনুর পরিবহন নবীনগর-বাইপাইল-আবদুল্লাহপুর রুটে চলাচল করে।

নিহত মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান (২৫) পরিবার নিয়ে আশুলিয়ার ঘোষবাগে বসবাস করতেন। তাঁর স্থায়ী ঠিকানা ঢাকার ডেমরা এলাকায়। তিনি পেশায় ইলেকট্রিশিয়ান ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি বাস একটি আরেকটির আগে যাওয়ার জন্য উঠেপড়ে লেগেছিল। বাস দুটি পাশাপাশি ধাক্কা লাগছিল। এমন সময় বাসের সঙ্গে ধাক্কা লাগে এক মোটরসাইকেলের। মোটরসাইকেল আরোহী চাপা পড়ে সেখানেই মারা যান। পরে আশপাশের মানুষ ক্ষেপে গিয়ে বাসে আগুন দেয়।

আশুলিয়া থানার এসআই রাজু মণ্ডল জানান, সকালে আলীনুর পরিবহনের একটি বাসের চাপায় ওই মোটরসাইকেল আরোহী মারা গেলে উত্তেজিত জনতা বাসটিকে আটক করে ভাঙচুর করে। একপর্যায় দুটি বাসে আগুন দেয় তারা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।

জিরাবো ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আহমেদুল কবির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। পরে বাস দুটি সড়ক থেকে সরিয়ে ফেললে যান চলাচল স্বাভাবিক হয়। তবে এ ঘটনায় বাসের কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির