হোম > সারা দেশ > ঢাকা

‘জাতপাতের বিভাজন রাখলে হরিজনদের উন্নতি হবে না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গোত্র, জাতপাতের বিভাজন রাখলে হরিজনদের উন্নতি হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাশ। 
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ হরিজন ছাত্র ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। 

নির্মল চন্দ্র দাশ বলেন, বাংলাদেশে হরিজনদের ৮টি গোত্র পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত। কিন্তু নিজের মধ্যে অন্যকে গোত্র, জাতপাতের বিভাজন, বৈষম্য রাখা যাবে না। যদি গোত্র, জাতপাতের এই বিভাজন, বৈষম্য থাকে তাহলে হরিজনদের উন্নতি হবে না। এসব বিভাজন ভুলে হরিজনদের ঐক্যবদ্ধ হতে হবে। 

তিনি বলেন, ‘আমরা আমাদের অধিকার আদায়ে আন্দোলন, সংগ্রাম চালিয়ে গেছি। হরিজনদের মধ্যে বিধবা, শিক্ষার্থী ভাতা, বয়স্ক ভাতা এসব আন্দোলন করেই আদায় করেছি। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পরিচ্ছন্নতাকর্মীদের সমস্যার কথা বলেছি। তিনি আমাদের সমস্যা সমাধান করে দেওয়ার কথা বলেছেন। হরিজনদের নির্দিষ্ট করা চাকরি নিতে যাতে ঘুষ দিতে না হয় সেই চেষ্টা করতে হবে। তারপরও আপনাদের বলব শিক্ষা দীক্ষায় উন্নতি করে যদি অন্য ভালো পেশায় যেতে পারেন তাহলে যান।’ 

সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণা লাল, সহসভাপতি লেবু বাশফোরসহ অন্যরা।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট