হোম > সারা দেশ > ঢাকা

‘জাতপাতের বিভাজন রাখলে হরিজনদের উন্নতি হবে না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গোত্র, জাতপাতের বিভাজন রাখলে হরিজনদের উন্নতি হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাশ। 
আজ শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ হরিজন যুব ঐক্য পরিষদ ও বাংলাদেশ হরিজন ছাত্র ঐক্য পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি। 

নির্মল চন্দ্র দাশ বলেন, বাংলাদেশে হরিজনদের ৮টি গোত্র পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে জড়িত। কিন্তু নিজের মধ্যে অন্যকে গোত্র, জাতপাতের বিভাজন, বৈষম্য রাখা যাবে না। যদি গোত্র, জাতপাতের এই বিভাজন, বৈষম্য থাকে তাহলে হরিজনদের উন্নতি হবে না। এসব বিভাজন ভুলে হরিজনদের ঐক্যবদ্ধ হতে হবে। 

তিনি বলেন, ‘আমরা আমাদের অধিকার আদায়ে আন্দোলন, সংগ্রাম চালিয়ে গেছি। হরিজনদের মধ্যে বিধবা, শিক্ষার্থী ভাতা, বয়স্ক ভাতা এসব আন্দোলন করেই আদায় করেছি। আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে পরিচ্ছন্নতাকর্মীদের সমস্যার কথা বলেছি। তিনি আমাদের সমস্যা সমাধান করে দেওয়ার কথা বলেছেন। হরিজনদের নির্দিষ্ট করা চাকরি নিতে যাতে ঘুষ দিতে না হয় সেই চেষ্টা করতে হবে। তারপরও আপনাদের বলব শিক্ষা দীক্ষায় উন্নতি করে যদি অন্য ভালো পেশায় যেতে পারেন তাহলে যান।’ 

সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণা লাল, সহসভাপতি লেবু বাশফোরসহ অন্যরা।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট