আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৫ উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত রোকেয়া সরণি এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আজ মঙ্গলবার (২৭ মে) এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেয় আইএসপিআর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শান্তিরক্ষী মিশনে কর্মরত অবস্থায় শাহাদাতবরণকারী অফিসার ও সৈনিকদের পরিবারের সদস্যদের সম্মাননা দেওয়া হবে।
এ উপলক্ষে আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১টা ১৫ মিনিট পর্যন্ত রোকেয়া সরণির উড়োজাহাজ চত্বর থেকে আগারগাঁও সার্কেল পর্যন্ত সড়কে যানজটের আশঙ্কা রয়েছে। যানজট এড়াতে এ সড়ক পরিহার করে বিকল্প রাস্তায় চলাচলের অনুরোধ জানিয়েছে আইএসপিআর।