হোম > সারা দেশ > ঢাকা

দোহারে বিএনপির ৮৩ নেতা-কর্মীর বিরুদ্ধে ভাঙচুরের মামলা

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলার বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ভাঙচুরের মামলা করা হয়েছে। গত সোমবার নজরুল ইসলাম খালাসি নামের স্থানীয় এক ট্রাকচালক বাদী হয়ে দোহার থানায় মামলাটি করেন। এ মামলায় বিএনপির ৮৩ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। 

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, দোহার উপজেলা বিএনপির সভাপতি এস এম নজরুল ইসলাম মেছের, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌর বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, সেন্টু ভূঁইয়া, মাহাবুব ব্যাপারী, মো. রাসেল, হামিদুল ইসলাম সোহাগ, মো. বাবু, লুৎফুর শেখ, শেখ সবুজ, শাহিন মোল্লা, ওয়াসিম, শামীম মোল্লা, গফফার, সেলিম ব্যাপারী, শহীদ শরিফ প্রমুখ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আসামিরা দোহার উপজেলার মেঘুলা কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-দোহার আঞ্চলিক সড়কের ওপর ইটপাটকেল ফেলে অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় গাড়ির টায়ার জ্বালিয়ে চলাচলরত ট্রাকের কাচ ভাঙচুর করেন তাঁরা। পরে পুলিশের গাড়ি আসতে দেখে নেতা-কর্মীরা পালিয়ে যান। এরপর তিনটি ককটেল, পাঁচটি বাঁশের লাঠি, ৩৫টি ইটের খণ্ড পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে দোহার থানার উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, গত সোমবার ট্রাকচালক নজরুল ইসলাম খালাসি বাদী হয়ে দোহার থানায় ভাঙচুর মামলাটি করেন। তবে এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল