হোম > সারা দেশ > ঢাকা

দোহারে বিএনপির ৮৩ নেতা-কর্মীর বিরুদ্ধে ভাঙচুরের মামলা

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলার বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ভাঙচুরের মামলা করা হয়েছে। গত সোমবার নজরুল ইসলাম খালাসি নামের স্থানীয় এক ট্রাকচালক বাদী হয়ে দোহার থানায় মামলাটি করেন। এ মামলায় বিএনপির ৮৩ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। 

মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, দোহার উপজেলা বিএনপির সভাপতি এস এম নজরুল ইসলাম মেছের, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌর বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, সেন্টু ভূঁইয়া, মাহাবুব ব্যাপারী, মো. রাসেল, হামিদুল ইসলাম সোহাগ, মো. বাবু, লুৎফুর শেখ, শেখ সবুজ, শাহিন মোল্লা, ওয়াসিম, শামীম মোল্লা, গফফার, সেলিম ব্যাপারী, শহীদ শরিফ প্রমুখ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আসামিরা দোহার উপজেলার মেঘুলা কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-দোহার আঞ্চলিক সড়কের ওপর ইটপাটকেল ফেলে অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় গাড়ির টায়ার জ্বালিয়ে চলাচলরত ট্রাকের কাচ ভাঙচুর করেন তাঁরা। পরে পুলিশের গাড়ি আসতে দেখে নেতা-কর্মীরা পালিয়ে যান। এরপর তিনটি ককটেল, পাঁচটি বাঁশের লাঠি, ৩৫টি ইটের খণ্ড পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে দোহার থানার উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, গত সোমবার ট্রাকচালক নজরুল ইসলাম খালাসি বাদী হয়ে দোহার থানায় ভাঙচুর মামলাটি করেন। তবে এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন