মুন্সিগঞ্জের সিরাজদিখানে মায়ের ছোড়া কাঠের টুকরার আঘাতে প্রাণ হারিয়েছেন দোলা (৮) নামের এক শিশু। আজ রোববার মালখানগর ইউনিয়নের উত্তর ফুরশাইল গ্রামে এই ঘটনা ঘটে।
জানা গেছে, দোলা পুকুরে দীর্ঘ সময় ধরে গোসল করায় রাগান্বিত হয়ে যান মা নিপা বেগম (২৭)। এ সময় তিনি ক্ষুব্ধ হয়ে ভারী কাঠের টুকরো মেয়েকে লক্ষ্য করে ছুড়ে মারেন। এতে আহত হয়ে পানিতে তলিয়ে যায় দোলা। পরে স্বজনরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মালখানগর ইউপি সদস্য হারুন অর রশীদ জানান, ওই নারী গত দুই মাস আগে স্বামীকে লোহার কড়াই দিয়ে মাথা ফাটিয়ে সাতটি সেলাই লাগিয়েছে। আজ আবার মেয়েকে মারল। এর শাস্তি হওয়া উচিত।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হলি জানান, অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। বিকেল সাড়ে ৩টায় হাসপাতালে এসেছে, এখানে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
সিরাজদিখান থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে আসা হয়েছে। এখনো কোনো অভিযোগ হয় নাই। মা গা-ঢাকা দিয়েছে।