হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরে দগ্ধ রাসেল মারা গেছে

ঢামেক প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর হুমায়ুন রোডে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ রাসেল (১২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। 

গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১১টার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) চয়ন সাহা। 

চয়ন সাহা জানান, রাসেলের শরীরের ৩৫ শতাংশ দগ্ধ ছিল। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে মারা যায়। আজ শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। 

এ ঘটনায় রাসেলের বড় ভাই মো. আশিক বাদী হয়ে একটি মামলা করেছেন। এই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

এসআই আরও জানান, আজ রাত ৯টার দিকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের মারামারিতে বিবাদীরা রাসেলের শরীরে আগুন ধরিয়ে দেয়। সেদিন রাতেই তাকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করে স্বজনেরা। আগুনে দগ্ধের কারণে রাসেলের মৃত্যু হয়েছে। 

দগ্ধ রাসেলের বড় ভাই মো. আশিক জানান, তাঁরা মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে থাকেন। রাসেল বেকার। গতকাল রাত ৯টার দিকে বাসার কিছুটা অদূরে পাম্প থেকে পানি আনতে যাচ্ছিল সে। পথে হুমায়ুন রোডে আল বশির জামে মসজিদের পাশে আসলে সেখানে মারামারির ঘটনা ঘটে। সেখান থেকে আগুনে রাসেল দগ্ধ হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে রাতে বার্ন ইনস্টিটিউটে নিয়ে ভর্তি করা হয়।

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক