হোম > সারা দেশ > গাজীপুর

আম বয়ানে শুরু বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

ইজতেমা ময়দানে জড়ো হচ্ছেন মুসল্লিরা। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আজ বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তাবলিগ জামাতের শুরায়ি নেজামের তত্ত্বাবধানে অর্থাৎ মাওলানা জুবায়ের অনুসারীরা এবারের ইজতেমা পালন করছেন। নির্ধারিত সময়ের ১২ ঘণ্টা আগেই বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হলো।

আজ বিকেলে শুরায়ি নেজামের গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বাদ মাগরিব শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। তাঁর উর্দুতে দেওয়া বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা জুবায়ের।

আগামীকাল শুক্রবার বাদ ফজর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। সকাল ১০টায় বিভিন্ন খিত্তায় তালিমের আমল শুরু হবে।

হাবিবুল্লাহ রায়হান আরও বলেন, এবারের ইজতেমার প্রথম পর্ব দুটি ধাপে হবে। ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম ধাপ এবং ৩ থেকে ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে। দুটি ধাপই শুরায়ি নেজামের তত্ত্বাবধানে হবে। প্রথম ধাপে ৪১টি জেলা এবং ঢাকার একাংশ অংশগ্রহণ করবে আর দ্বিতীয় ধাপে অংশগ্রহণ করবে ২২টি জেলা এবং ঢাকার বাকি অংশ।

শুক্রবার ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও আজ থেকেই ইজতেমা শুরু হওয়ার কারণ সম্পর্কে হাবিবুল্লাহ রায়হান বলেন, তাঁরা আরবি তারিখ অনুসরণ করেন। আরবিতে মাগরিবের নামাজের পরপরই অর্থাৎ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আরবি তারিখ পরিবর্তিত হয়। সে হিসেবে শুক্রবার থেকে শুরু হওয়ার কথা থাকলেও আজ বাদ মাগরিবই শুরু হয়ে গেছে বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা।

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ