হোম > সারা দেশ > ঢাকা

চাঁদার জন্য আশুলিয়ায় চা-দোকানিকে গুলি, গ্রেপ্তার ৩

সাভার(ঢাকা) প্রতিনিধি

আশুলিয়ায় চা-দোকানিকে গুলির ঘটনায় তিনজন গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় চা-দোকানিকে গুলির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে অভিযান চালিয়ে আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে এখনো উদ্ধার করা যায়নি অবৈধ আগ্নেয়াস্ত্রটি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক এসব তথ্য জানান।

এর আগে গত বৃহস্পতিবার আশুলিয়ার গোরাট এলাকার ডেবুনিয়ার গার্মেন্টসের ২ নম্বর গেটের সামনে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাসুদ পারভেজ রানা ওরফে কালা পারভেজ (৪৫), ইয়ার হোসেন (২৪) ও খোকন তালুকদার (১৯)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে রতন, আকাশ, আশিক, তৈয়ব ও পারভেজ প্রত্যেক দোকান থেকে চাঁদা আদায় করছিল। এ সময় সৈনিক রহমান শাহীন দোকানে চা বিক্রি করছিল।

চাঁদাবাজেরা প্রতিদিনের মতো সৈনিক রহমানের কাছে ৫০ টাকা চাঁদা চাইলে তিনি টাকা দিতে অস্বীকার করেন।

এতে সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করে। একপর্যায়ে তিনি দৌড় দিলে তৈয়ব নামে এক সন্ত্রাসী তাঁকে পেছন থেকে গুলি করেন। এতে সৈনিক ইসলামের বাঁ পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তিনি পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়রা থানায় সংবাদ দিলে পুলিশ তাঁকে উদ্ধার করে নারী ও শিশু হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় গুলিবিদ্ধ শাহীনের মা নাজমা বেগম বাদী হয়ে পাঁচজনের নামসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের নামে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ওসি নুর আলম সিদ্দিক বলেন, গতকাল রাতে আশুলিয়ার পৃথক স্থানে অভিযান চালিয়ে এজাহারনামীয় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার ও জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান আছে। গ্রেপ্তার ব্যক্তিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার