হোম > সারা দেশ > ঢাকা

হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় দৈনিক সময়ের আলো পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক হাবীবুর রহমান (৩৫) নিহত হয়েছেন। তিনি সময়ের আলো পত্রিকার আওয়ামী লীগ বিটের সাংবাদিক ছিলেন। 

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় হাবীবুরকে ফুটপাতের পাশে পড়ে থাকতে দেখেন এক ব্যক্তি। পরে তিনি তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। কিছুক্ষণ পরে রাত সোয়া ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) ইন্সপেক্টর মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মধ্যরাতে হাতিরঝিল থেকে একজন পথচারী ওই সাংবাদিককে উদ্ধার করে ঢামেকে আনেন। ওই পথচারী জানিয়েছেন, হাতিরঝিলে আকিজ বিল্ডিংয়ের পাশে ফুটপাতে মোটরসাইকেল নিয়ে আহত অবস্থায় পড়ে ছিলেন হাবীবুর রহমান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে তিনি মারা যান। 

জানা গেছে, হাবীবুর রহমানের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মানারা গ্রামে। বাবার নাম মো. পিয়ার মিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতকোত্তর ছিলেন তিনি। পরিবারসহ হাবীব হাতিরঝিল এলাকার ৫/এ জোহরা মঞ্জিলে থাকতেন। তিনি এক সন্তানের জনক। 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট