হোম > সারা দেশ > ঢাকা

মেরামতের ৩ মাস পেরোতেই সড়কের বেহাল দশা

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হরিদাসপুর গ্রামে মেরামতের ৩ মাস পেরোতেই একটি সড়কের বেহাল দশা দেখা দিয়েছে। একদিনের বৃষ্টিতে সড়কের প্রায় অর্ধেক ধসে পড়েছে। এতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। 

সরেজমিনে দেখা যায়, বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই এই সড়ক দিয়ে চলাচল করছেন স্থানীয়রা। তাঁদের অভিযোগ, নিম্নমানের কাজ করায় তিন মাসেই সড়কের এমন অবস্থা হয়েছে। 

জানা গেছে, ৩৮৩ মিটার সড়কের মেরামতের কাজ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান রাইহান এন্টারপ্রাইজের মালিক মো. মিঠু মিয়া। সড়কটির মাঝে বিটুমিন দিয়ে নির্মাণ করা হয়েছে এবং দুই পাশ দিয়ে ইটের সলিং দিয়ে সড়কটির কাজ সম্পন্ন করা হয়েছে। সড়কের দুই পাশে বালু ফেলে বালুর ওপর দিয়ে ইট বসানো হয়েছে। বালুর ওপরে ইট বসানোর কারণেই বৃষ্টির পানিতে ইটের নিচ থেকে বালু সরে গিয়ে সড়কটি ভেঙে গেছে। আর এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীর। 

স্থানীয় বাসিন্দা সেলিম খান জানান, এই সড়কটি কয়েক মাস হয় মেরামত করা হয়েছে। একদিনের বৃষ্টিতেই সড়কটি দুই পাশ থেকে ভেঙে গেছে। সড়ক ভেঙে এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এখনতো বৃষ্টি তেমন শুরু হয়নি। আর দু’একদিন বৃষ্টি নামলে এই সড়ক আর সড়ক থাকবে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তদারকির অভাবেই এমন কাজ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। 

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান রাইহান এন্টারপ্রাইজের মালিক মো. মিঠু মিয়া বলেন, ‘ইঞ্জিনিয়ার ফোন করেছিলেন আমাকে। পরে আমি লোক পাঠিয়েছি, আমার লোক গিয়ে আবার সেটআপ দিয়ে সড়কটি ঠিক করে দেবে। সড়কটিতে ভিটিমাটি। বৃষ্টির পানিতে ভিটিমাটি পড়ে যায়। আমার এই কাজটাতে অনেক লোকসান হয়েছে। তার পরেও আমি কাজটা করে দিচ্ছি। আমি ৩৮৩ মিটার কাজ করে ভ্যাট ট্যাক্স বাদে ২৫ লাখ টাকা পেয়েছি। আমার এই কাজে প্রায় ১০ লাখ টাকা লোকসান হয়েছে। তার পরেও মানবতার খাতিরে কাজ কোনো সময় খারাপ করি না।’ 

কুশুরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদস্য আলমগীর হোসেন বলেন, ‘এই রাস্তার কাজটি মূলত আমার না। এটি ঠিকাদারি প্রতিষ্ঠান করেছে। সড়কটিতে ইটের নিচে বালুর কারণেই বৃষ্টির পানিতে ধসে গেছে। কন্ট্রাক্টরকে এ বিষয়ে জানানো হয়েছে। সে তার লোক পাঠিয়েছে কাজটি ঠিক করার জন্য।’ 

এ বিষয়ে কুশুরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুজ্জামান বলেন, ‘বিষয়টি আমি এখনো জানি না। আমি জানার চেষ্টা করছি দেখি।’ 

এ বিষয়ে ধামরাই উপজেলা প্রকৌশলী আজিজুল হকের অফিসে গেলে তাঁকে পাওয়া যায়নি। পরে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন কেটে দেন। 

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ