হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নয়জনকে অর্থদণ্ড

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং পলিথিনের ব্যাগ ব্যবহার করায় ৩ ব্যবসায়ীসহ ৯ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান আজ বৃহস্পতিবার ভূঞাপুর বাসস্ট্যান্ড ও বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন। এ অভিযানে চাল ব্যবসায়ী কামরুল ইসলামকে ১০ হাজার, বেলাল হোসেনকে ১০ হাজার এবং খোদা বক্সকে ৫ হাজার টাকা এবং ৬ জনকে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২ হাজার ৪ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

জানা যায়, দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেয়। এতে উপজেলার হাট-বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযানে পাটের  তৈরি বস্তা ব্যবহার না করে পলিথিনের বস্তা ব্যবহার করায় অর্থদণ্ড করা হয়। এ ছাড়া স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনকে ২ হাজার ৪ শত টাকা এবং ৩ চাল ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান বলেন, ‘সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থানে প্রশাসন। সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এই অভিযান অব্যাহত থাকবে।’  

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট