হোম > সারা দেশ > টাঙ্গাইল

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নয়জনকে অর্থদণ্ড

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং পলিথিনের ব্যাগ ব্যবহার করায় ৩ ব্যবসায়ীসহ ৯ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান আজ বৃহস্পতিবার ভূঞাপুর বাসস্ট্যান্ড ও বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করেন। এ অভিযানে চাল ব্যবসায়ী কামরুল ইসলামকে ১০ হাজার, বেলাল হোসেনকে ১০ হাজার এবং খোদা বক্সকে ৫ হাজার টাকা এবং ৬ জনকে স্বাস্থ্যবিধি অমান্য করায় ২ হাজার ৪ শত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

জানা যায়, দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেয়। এতে উপজেলার হাট-বাজারে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ অভিযানে পাটের  তৈরি বস্তা ব্যবহার না করে পলিথিনের বস্তা ব্যবহার করায় অর্থদণ্ড করা হয়। এ ছাড়া স্বাস্থ্যবিধি না মানায় ৬ জনকে ২ হাজার ৪ শত টাকা এবং ৩ চাল ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান বলেন, ‘সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কঠোর অবস্থানে প্রশাসন। সকলকে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। এই অভিযান অব্যাহত থাকবে।’  

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন