হোম > সারা দেশ > ঢাকা

ছটফট করতে থাকা যুবকের ভিডিও করছিল উৎসুক জনতা, পরে মৃত্যু

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি  

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ সদর উপজেলায় মুক্তারপুর সেতুর নিচের একটি সড়ক থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রত্যক্ষদর্শী কয়েকজনের দাবি, ওই তরুণ লাফিয়ে নিচে পড়েছেন। আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ধলেশ্বরী নদীর তীরবর্তী মুক্তারপুর-রিকাবীবাজার সড়ক থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। লাশটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওপর থেকে লাফিয়ে নিচে সড়কে পড়ার পরও ওই যুবক বেশ কিছুক্ষণ বেঁচে ছিলেন। কিন্তু তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিতে উদ্যোগী দেখা যায়নি ঘটনাস্থলে থাকা কাউকে। সেখানে দেখা যায়, বেশ কয়েকজন ওই যুবককে ঘিরে মৃত্যুযন্ত্রণার দৃশ্য মোবাইলে ধারণ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে মুক্তারপুর সেতু থেকে ওই যুবক ঝাঁপ দেন। তিনি নদীতীরে মুক্তারপুর-রিকাবীবাজার সড়কের ওপর আছড়ে পড়েন। সে সময় বেশ কিছুক্ষণ মৃত্যুযন্ত্রণায় ছটফট করে মারা যান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান স্থানীয়রা। দুপুর ১২টার দিকে মরদেহটি সড়ক থেকে স্থানীয়রা তুলে নিয়ে ভ্যানে করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘বেলা সাড়ে ১১টার দিকে ৯৯৯ থেকে আমরা বিষয়টি জানতে পারি। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে লাশটি হাসপাতালের মর্গে রয়েছে।’

ওসি আরও বলেন, ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে বেশভূষা দেখে মনে হয়, তিনি মানসিক ভারসাম্যহীন।

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত