হোম > সারা দেশ > ঢাকা

দাঁড়িয়ে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, আহত ২৫

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে থেমে থাকা এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টা ২০ মিনিটে শ্রীনগরের উমতারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। 

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মাহফুজুর রহমান রিবেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। এই ঘটনায় আহতদের মধ্যে ১৬ জনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। 

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, দুর্ঘটনা কবলিত দুটি বাসই মাওয়ার দিকে যাচ্ছিল। পথে কেওয়াটখালী এলাকায় ইলিশ পরিবহনের বাসটি থামিয়ে যাত্রী ওঠা-নামা করা হচ্ছিল। এ সময় একই লেনে পেছন থেকে দ্রুত গতিতে আসা সোহাগ পরিবহনের বাস দাঁড়িয়ে থাকা বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় ইলিশ পরিবহনের বাসের পেছনের অংশ ও সোহাগ পরিবহন বাসের সামনের অংশ। 

এ অবস্থায় দুটি বাসেই আহত হয়ে আটকা পড়েন বেশ কিছু যাত্রী। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত বাস কেটে যাত্রীদের বের করে হাসপাতালে পাঠায় বলে জানান শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহ আলম। 

শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাম্মি বলেন, ‘আহত অবস্থায় ১৬ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। যাদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার্ড করা হয়েছে।’ 

হাসাড়া হাইওয়ে থানার ওসি আফজাল হোসেন বলেন, ‘খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে যান। তবে সেখানে কেউ মারা যাননি। গাড়ি দুটোকে জব্দ করে থানায় নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।’ 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট