জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্কুলশিক্ষক উৎপল কুমার সরকারকে পিটিয়ে হত্যার প্রতিবাদ জানিয়েছে ছাত্ররা। শিক্ষার্থীরা একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক লাঞ্ছনার বিরুদ্ধে মানববন্ধন করেন।
আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই কর্মসূচি সম্পন্ন হয়। এতে বিভিন্ন বিভাগের অর্ধশত ছাত্র-ছাত্রী অংশ নেয়। মানববন্ধনে শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও জড়িতদের শাস্তির দাবি করেন।
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ৪৭ ব্যাচের শিক্ষার্থী ইকবাল হোসাইন বলেন, বর্তমানে দেশে এমন কোনো এলাকা নেই যেখানে কিশোর গ্যাং নেই। মূলত কিছু ব্যক্তি প্রভাব বিস্তারের জন্য এসব কিশোর গ্যাংদের ব্যবহার করছে। এসব কিশোর গ্যাং তৈরি করার জন্য যারা কাজ করছে তাদের শেকর শেষ করতে হবে। তাহলে আমাদের শিক্ষকগণ দেশে নিরাপদ থাকবে।
বাংলা বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী জাহির ফয়সাল, ‘একজন শিক্ষককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা মানে একটি জাতিকে পিটিয়ে হত্যা করা। একজন ছাত্রের হাতে শিক্ষক হত্যার ঘটনা আমাদের সমাজের অবক্ষয়কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।’