হোম > সারা দেশ > ঢাকা

বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কার বাস্তবায়নে গণমাধ্যমকে অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কর্মশালায় ল রিপোর্টার্স ফোরামের ৪০ জন সদস্য অংশ নেন। ছবি: আজকের পত্রিকা

বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কার প্রস্তাব বাস্তবায়নে গণমাধ্যমকে অতন্দ্র প্রহরীর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে আয়োজিত এক কর্মশালায় এই আহ্বান জানানো হয়। আইন, বিচার ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরামের সদস্যদের নিয়ে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এই কর্মশালার আয়োজন করে। এতে সহযোগিতা করে ইউএনডিপি, সুইডিশ দূতাবাস ও সুপ্রিম কোর্ট।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড.ন আজিজ আহমেদ ভূঞা বলেন, এরই মধ্যে প্রধান বিচারপতি বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ ঘোষণা করেছেন। যার অনেকগুলোই বাস্তবায়ন হয়েছে। পৃথক সচিবালয়সহ কয়েকটি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। বিচার বিভাগের স্বাধীনতায় এগুলো বাস্তবায়নের জন্য গণমাধ্যম অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

কর্মশালায় ইউএনডিপি বাংলাদেশের আইন, বিচার ও নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা রোমানা শোয়েগার বলেন, ‘বিচার বিভাগকে শক্তিশালী করার জন্য আদালত ব্যবস্থাপনা ডিজিটালাইজড করা দরকার। জনগণের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে স্বতন্ত্র প্রসিকিউশন ও স্বতন্ত্র তদন্ত সংস্থা যাতে গঠন করা হয়, সে জন্য আমরা কাজ করছি।’

এ সময় ইউএনডিপি বাংলাদেশের সহকারী আবাসিক প্রতিনিধি আনোয়ারুল হক বলেন, বিচার বিভাগ সংস্কারের রোডম্যাপ বাস্তবায়নের জন্য ইউএনডিপির সহযোগিতায় দেশের সাতটি অঞ্চলে মতবিনিময় করা হয়েছে, যাতে জনগণ সংস্কারের বিষয়ে সচেতন হতে পারে।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মো. কাউসার আহাম্মদ কর্মশালার উদ্বোধন করেন। কর্মশালায় বক্তব্য দেন ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহকারী পরিচালক তানজিম তামান্না। এ সময় উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক। কর্মশালায় ল রিপোর্টার্স ফোরামের ৪০ জন সদস্য অংশ নেন।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল