হোম > সারা দেশ > ঢাকা

রাতে বান্ধবীকে নিয়ে ওঠেন হোটেলে, ভোরে মিলল যুবকের লাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর কলাবাগানে ইমেজ আবাসিক হোটেলের একটি কক্ষে প্রেমিকাকে নিয়ে ওঠেন মো. সাব্বির (২৬) নামে এক যুবক। সকাল হওয়ার আগে সেই আবাসিক হোটেলেই পাওয়া যায় তাঁর ঝুলন্ত মরদেহ। 

পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে আসল কারণ জানা যাবে। 

আজ শুক্রবার রাতে আজকের পত্রিকাকে এ তথ্য জানান কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) আবু জাফর মোহাম্মদ মাসুদুল কবির। 

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে সাব্বির দীর্ঘদিনের সম্পর্ক থাকা এক বান্ধবীর সঙ্গে হোটেলটিতে ওঠেন। তাঁদের মধ্যে কলহ ছিল। হোটেলটিতে যেই কক্ষে তাঁরা ছিলেন ছোট আরেকটি কক্ষ ছিল। রাতে দুজন দুই কক্ষে অবস্থান করেন। পরে সাব্বিরকে ঝুলন্ত অবস্থায় দেখে বান্ধবী বন্ধুদের ডেকে আনেন। সেখান থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে সাব্বিরকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

কলাবাগান থানার উপ–পরিদর্শক (এসআই) মিঠুন দাস জানান, গতকাল মধ্যরাতে বেসরকারি একটি হাসপাতাল থেকে ফাঁস নিয়ে ঝুলন্ত একটি মরদেহের তথ্য জানানো হয়। পরে সেখান গিয়ে সাব্বির নামের এক যুবককে উদ্ধার করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

আজ বিকেলে ময়নাতদন্ত শেষে মরদেহ সাব্বিরের পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

হাসপাতালে সাব্বিরের ফুপাতো ভাই মো. রায়হান জানান, তাঁদের বাড়ি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ গ্রামে। সাব্বিরের বাবার নাম জাহাঙ্গীর আলম। পরিবারের সঙ্গে কলাবাগান শুক্রাবাদ এলাকায় থাকতেন। 

তিনি আরও জানান, রাতে পুলিশের মাধ্যমে খবর পান, স্কয়ার হাসপাতালের পাশে একটি আবাসিক হোটেলে সাব্বির তাঁর বান্ধবীসহ উঠেছিলেন। দুজনেই হোটেলে থাকা অবস্থায় গলায় ফাঁস নেন সাব্বির। তাঁকে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্কয়ার হাসপাতালে গিয়ে সাব্বিরকে অচেতন অবস্থায় দেখতে পান রায়হান। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু