হোম > সারা দেশ > টাঙ্গাইল

সখীপুরে বেতবনে চিতাবাঘের বিচরণ, গ্রামজুড়ে আতঙ্ক

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে একটি বেতবাগানে বেশ কয়েক দিন ধরে চিতাবাঘ বিচরণ করছে বলে জানা গেছে। এতে গ্রামবাসীর মধ্যে কয়েক সপ্তাহ ধরে আতঙ্ক বিরাজ করছে। বেশ কয়েক দিন ধরে উপজেলার হতেয়া গ্রামের লোকজন বাঘ দেখেছে বলে প্রচার করলেও অনেকেই তা বিশ্বাস করেনি। কিন্তু গতকাল শনিবার বিকেলে স্থানীয় এক যুবক দূর থেকে বেতবনের সড়কে বসে থাকা একটি চিতাবাঘের ছবি ফেসবুকে পোস্ট করলে গ্রামজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। 

হতেয়া গ্রামের বাসিন্দা স্বপন আহমেদ বলেন, ‘এত দিন বাঘ দেখার বিষয়টি কেউ পাত্তা দেয়নি। কিন্তু ছবিটি ফেসবুকে পোস্ট করলে গতকাল বিকেল থেকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরই মধ্যে ওই বাঘ চারটি ছাগল খেয়ে ফেলেছে। কেউ কেউ বাঘের কয়েকটি বাচ্চাও দেখেছে বলে জানিয়েছে।’ 

হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বন বিভাগের হতেয়া রেঞ্জ কার্যালয়ের কাছেই একটি বেতবন রয়েছে। ওই বনেই বাঘটি নিয়মিত আনাগোনা করে। 

এ বিষয়ে বন বিভাগের হতেয়া রেঞ্জ কর্মকর্তা আবদুল আহাদ বলেন, ‘প্রায় তিন মাস ধরে এলাকায় একটি চিতাবাঘ বিচরণ করছে। স্থানীয়দের সতর্ক থাকতে বলেছি। একই সঙ্গে ওই বেতবনে জনসাধারণের প্রবেশ নিষেধ করেছি।’

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে