হোম > সারা দেশ > ঢাকা

সরকারের নজর কোটিপতির দিকে: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে কোটি-কোটি লোক দারিদ্র্যসীমার নিচে চলে গেলেও ১৩ হাজার লোকের উন্নয়ন হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, যদি উন্নয়নের কথা বলেন, তাহলে তা হয়েছে ওই ১৩ হাজার লোকের। 

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁতী দল আয়োজিত এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন। 

নজরুল ইসলাম খান বলেন, ‘এই সরকার উন্নয়ন করেছে, রিপোর্ট আসছে ১৩ হাজার লোক কোটিপতি হচ্ছে। আর কোটি কোটি লোক দারিদ্র্যসীমা নিচে চলে গেছে। এখন যদি উন্নয়ন হয়েছে বলেন, তাহলে কার উন্নয়নের কথা বলছেন, তাহলে ওই ১৩ হাজার লোকের। তাহলে আপনি (সরকার) তাঁদের সরকার। আপনি যদি আমাদের সরকার হন, যাঁদের আয় কমে গেছে জিনিসপত্রের দাম বাড়ার কারণে তাঁদের তো বলবেন না উন্নয়ন হয়েছে। আমাদের লোকদের কষ্ট বাড়ছে। কিন্তু আপনার আমার দিকে নজর নাই, আপনার নজর কোটিপতির দিকে।’ 

প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, ‘বাজেটে লাভ হচ্ছে তাঁদের, যাঁরা টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে। প্রতিনিয়তই জিনিসপত্রের দাম বাড়ছে। আপনি যদি নির্দিষ্ট আয়ের মানুষ হন, আপনি গত মাসে আপনার আয় দিয়ে যা কিনতে পেরেছেন, এই মাসে কি তা কিনতে পারছেন? আগামী মাসে তো তা-ও কিনতে পারবেন না। বাজেটে আবার নতুন করে দাম বাড়াচ্ছে। কিন্তু লাভ হচ্ছে কার? যারা টাকা পাচার করছে, আমার আপনার টাকা লুট করছে তাদের।’ 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি জানিয়ে নজরুল ইসলাম বলেন, ‘তিনি (খালেদা জিয়া) ভীষণ অসুস্থ। তাঁর হার্টে অপারেশন করা হয়েছে। চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়ার কথা বলছেন। কিন্তু তাঁকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে।’ 

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা