হোম > সারা দেশ > ঢাকা

সরকারের নজর কোটিপতির দিকে: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে কোটি-কোটি লোক দারিদ্র্যসীমার নিচে চলে গেলেও ১৩ হাজার লোকের উন্নয়ন হয়েছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, যদি উন্নয়নের কথা বলেন, তাহলে তা হয়েছে ওই ১৩ হাজার লোকের। 

আজ রোববার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁতী দল আয়োজিত এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন। 

নজরুল ইসলাম খান বলেন, ‘এই সরকার উন্নয়ন করেছে, রিপোর্ট আসছে ১৩ হাজার লোক কোটিপতি হচ্ছে। আর কোটি কোটি লোক দারিদ্র্যসীমা নিচে চলে গেছে। এখন যদি উন্নয়ন হয়েছে বলেন, তাহলে কার উন্নয়নের কথা বলছেন, তাহলে ওই ১৩ হাজার লোকের। তাহলে আপনি (সরকার) তাঁদের সরকার। আপনি যদি আমাদের সরকার হন, যাঁদের আয় কমে গেছে জিনিসপত্রের দাম বাড়ার কারণে তাঁদের তো বলবেন না উন্নয়ন হয়েছে। আমাদের লোকদের কষ্ট বাড়ছে। কিন্তু আপনার আমার দিকে নজর নাই, আপনার নজর কোটিপতির দিকে।’ 

প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, ‘বাজেটে লাভ হচ্ছে তাঁদের, যাঁরা টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে। প্রতিনিয়তই জিনিসপত্রের দাম বাড়ছে। আপনি যদি নির্দিষ্ট আয়ের মানুষ হন, আপনি গত মাসে আপনার আয় দিয়ে যা কিনতে পেরেছেন, এই মাসে কি তা কিনতে পারছেন? আগামী মাসে তো তা-ও কিনতে পারবেন না। বাজেটে আবার নতুন করে দাম বাড়াচ্ছে। কিন্তু লাভ হচ্ছে কার? যারা টাকা পাচার করছে, আমার আপনার টাকা লুট করছে তাদের।’ 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি জানিয়ে নজরুল ইসলাম বলেন, ‘তিনি (খালেদা জিয়া) ভীষণ অসুস্থ। তাঁর হার্টে অপারেশন করা হয়েছে। চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়ার কথা বলছেন। কিন্তু তাঁকে কারাগারে আবদ্ধ করে রাখা হয়েছে।’ 

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর