হোম > সারা দেশ > ঢাকা

ক্র্যাব সদস্যের সন্তানদের ক্বিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) প্রথমবারের মতো সদস্যের সন্তানদের মধ্যে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছে। আজ সোমবার দুপুরে ক্র্যাব কার্যালয়ে আযোজিত এক অনুষ্ঠানে প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা মো. ফরিদ উদ্দিন। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সন্তানেরাও কোরআন থেকে তেলাওয়াত করেন। 

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ক্র্যাবের সাবেক সভাপতি আবুল খায়ের, ক্র্যাবের সিনিয়র সদস্য ও ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ক্র্যাবের সিনিয়র সদস্য ইকরামুল কবীর টিপু, ক্র্যাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র রাসেল, ক্রীড়া ও সাংস্কুতিক সম্পাদক এস এম মিন্টু হোসেন, কার্যনির্বাহী সদস্য আমানুর রহমান রনি, ক্র্যাবের সাবেক অর্থ সম্পাদক দুলাল হোসেন ও ক্র্যাব সদস্যরা। 

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল বলেন, প্রথমবারের মতো সন্তানদের নিয়ে এ ধরনের আয়োজন করা হলো। ভবিষ্যতে আরো ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করে সব অনুষ্ঠানে ক্র্যাব সদস্যদের সহযোগিতার আহ্বান জানান তিনি। 

অনুষ্ঠানে আবুল খায়ের, সাখাওয়াত হোসেন বাদশাসহ অন্য বক্তারা এ অনুষ্ঠান আয়োজনের জন্য ক্র্যাব কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান।

অফিস দখল নিয়ে জুলাই রেভেলসের দুজনকে জখম

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ