হোম > সারা দেশ > নরসিংদী

কই মাছ ধরে রেখেছিলেন মুখে, গলায় আটকে মৃত্যু কৃষকের

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে নালায় মাছ ধরার সময় গলায় কই আটকে মিয়াচাঁন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) রাত ৮টার দিকে ঝড়বৃষ্টির পর সদর উপজেলার বালুসাইর গ্রামে এ ঘটনা ঘটে। মিয়াচাঁন (৪৮) বালুসাইর গ্রামের তারব আলীর ছেলে। 

নিহতের স্বজনেরা জানান, বৈশাখী ঝড়বৃষ্টির সময় বাড়ির পাশের নালায় কই–সহ বিভিন্ন মাছ আসতে দেখে ধরতে যান মিয়াচাঁন। এ সময় একটি কই ধরেন। সঙ্গে রাখার মতো পাত্র না থাকায় মুখে কামড়ে ধরে রেখে আরও মাছ ধরার চেষ্টা করেন। অসাবধানতাবশত কই মাছটি মুখের ভেতর ঢুকে গলায় আটকে যায়। 

শ্বাস বন্ধ হয়ে হাঁসফাঁস করতে থাকলে স্থানীয়রা টের পেয়ে তাঁকে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাছ বের করতে না পেরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

মহিষাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুফতি কাওছার আহমেদ বলেন, গলায় মাছ আটকে একজনের মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। ঝড়বৃষ্টির কারণে সরেজমিন খোঁজ নিতে পারিনি। তবে লোক পাঠিয়েছি, প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন