হোম > সারা দেশ > ঢাকা

ঢাকার দুই সিটিতে বর্জ্য অপসারণে প্রস্তুত ১৯ হাজার কর্মী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে রোববার সকাল ৮টায়। নামাজ আদায় শেষে কোরবানির জন্য কেনা গরু ও ছাগল জবাই শুরু করেন নগরবাসী।

জবাই করা পশুর বর্জ্য অপসারণে প্রস্তুত রয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। এর জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রস্তুত রেখেছে ১০ হাজার পরিচ্ছন্নতা কর্মী। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) প্রস্তুত রেখেছে ৯ হাজারের বেশি পরিচ্ছন্নতা কর্মী। এই পরিচ্ছন্নতা কর্মীরা দুপুর ২টা থেকে আনুষ্ঠানিকভাবে বর্জ্য অপসারণ শুরু করবে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘ঈদে বিপুল পরিমাণ বর্জ্য অপসারণ একটি চ্যালেঞ্জিং কাজ। ১২ ঘণ্টায় কোরবানির বর্জ্য পরিষ্কার করার সকল প্রস্তুতি আমাদের রয়েছে। ১০ হাজার কর্মী কাজ করবে। ছয়শ যানবাহন, পচনশীল পলি ব্যাগ এবং পর্যাপ্ত পরিমাণ ব্লিচিং পাউডার ও স্যাভলন রয়েছে। সকলের সহযোগিতায় কোরবানির বর্জ্য নির্ধারিত সময়ের মধ্যে পরিষ্কার করা হবে।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শনিবার রাত ১১টা থেকে পশুর হাট কেন্দ্রিক বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করা হয়েছে। আর আজ রোববার দুপুর ২টা থেকে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। এ কাজে নিয়োজিত থাকবে মোট ৯ হাজার ৫০ জন কর্মী।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১