হোম > সারা দেশ > ঢাকা

জুতা পরে শহীদ মিনারে আ.লীগ নেতা-কর্মীরা

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জুতা পরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাষাশহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। উত্তরা ৩ নম্বর সেক্টরের ফ্রেন্ডস ক্লাব মাঠে গতকাল রোববার দিবাগত রাতে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান ফুল দিতে গেলে এ ঘটনা ঘটে। 

পরে উত্তরার আওয়ামী লীগের নেতা-কর্মী, ছাত্রলীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সংসদ সদস্য হাবিব হাসান শহীদ মিনারে ফুল দেওয়ার সময় তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীদের বেশ কয়েকজনের পায়ে জুতা দেখা যায়। তাদের মধ্যে একজন হলেন হাফেজ মো. শরীফ। তিনি নিজেকে উত্তরা ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দাবি করে বলেন, ‘জুতা তো ছিল না। তাড়াহুড়ো ছিল তো তাই। পরে খুলে ওঠা হইছে।’ 

শরিফ বলেন, ‘আমি এমপি সাহেবের ফুল দেওয়ার ভিডিও করছিলাম। তখন একজন ধাক্কা দিয়ে আমাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছে।’ 

এ ছাড়া ছাত্রলীগের নেতা-কর্মীসহ অনেকের পায়ে জুতা দেখা গেছে। অপরদিকে করোনা মহামারির মাঝেও স্বাস্থ্যবিধি তো দূরের কথা অনেকের মুখে মাস্ক ছিল না। 

ডিএনসিসির ৫১ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের ফুল দেওয়ার সময়ও কয়েকজনের পায়ে জুতা দেখা যায়। এ প্রসঙ্গে ইউনিট আওয়ামী লীগের সভাপতি কবীর আহমেদ বলেন, ‘আসলে তাঁরা জানেন না। ভুলে উঠে পড়েছেন।’

উত্তরা ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন মহসিন বলেন, ‘ব্যক্তি সচেতনতার অভাবে জুতা নিয়ে শহীদ মিনারে ফুল দিয়েছেন। আমরা বারবার মাইকে বলেছি, জুতা খুলে প্রবেশ করার জন্য। তবু কেউ কেউ শোনেননি।’

শহীদ মিনারে কর্তব্যরত উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) এস এম সামিউল আলম বলেন, ‘যাঁরা জুতা নিয়ে ফুল দিয়েছেন, তাঁদের মধ্যে অবশ্যই অজ্ঞতার অভাব রয়েছে। তাদের মাঝে এতটুকু জ্ঞান-বুদ্ধি থাকা উচিত ছিল। 

এসআই বলেন, ‘সবাই চেষ্টা করছেন। কিন্তু ব্যক্তি মানুষ ভুল করছেন।’ 

 

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট