হোম > সারা দেশ > ঢাকা

অটোরিকশার যন্ত্রাংশ আমদানি ও বিক্রি নিষিদ্ধে ৭ দিনের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অটোরিকশার যন্ত্রাংশ আমদানি ও বিক্রি নিষিদ্ধের দাবিতে নিসআর সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

আগামী সাত দিনের মধ্যে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি বন্ধসহ তিন দফা দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। এই দাবি না মানলে সাত দিন পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

আজ রোববার (৪ মে) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ আলটিমেটাম দেওয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, সাত দিনের মধ্যে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন ও বিক্রি বন্ধ করতে হবে।

নিসআর সভাপতি আব্দুল্লাহ মেহেদি দীপ্ত বলেন, অধিকাংশ দুর্ঘটনার জন্য অটোরিকশা দায়ী। শুধু দুর্ঘটনা নয়, সড়কে যানজটেরও বড় কারণ এসব যান।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, ‘হাসিনার দোসররা অটোরিকশা বন্ধ চান না। তাই ৫ আগস্টের পর শহরে অটোরিকশা তিন গুন বৃদ্ধি পেয়েছে।’

অতিদ্রুত অটোরিকশা বন্ধ করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব উল্লেখ করে তারা আরও বলেন, একই সাথে অটোচালকদের পুনর্বাসন করতে হবে। সাত দিনের মধ্যে সুরাহা না হলে শিক্ষার্থীরা অটোরিকশা বন্ধে কঠোর কর্মসূচি দেবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।

সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) এর সাধারণ সম্পাদক তানজিদ মোহাম্মদ সোহরাব রেজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল