হোম > সারা দেশ > ঢাকা

রমজানে রাতে দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আসন্ন রমজান মাসে রাতে দোকান খোলা রাখাসহ ৪ দফা দাবি জানিয়েছেন দোকান মালিক সমিতির নেতারা। আজ বৃহস্পতিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি আরিফুর রহমান টিটু। 

লিখিত বক্তব্যে আরিফুর রহমান টিটু বলেন, ১৫ রমজান পর্যন্ত রাত ৮ টার পরিবর্তে রাত ১০টা এবং ১৫ রমজানের পর থেকে ঈদুল ফিতরের চাঁদ রাত পর্যন্ত ক্রেতার উপস্থিতির ভিত্তিতে দোকান খোলা রাখার অনুমতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি। এ ছাড়া ভ্যাট আইন সহজ করে ৫টি বই সংরক্ষণের বদলে বিক্রয় মূল্যের নিট মুনাফার ওপর ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ, বিক্রেতা কি পরিমাণ পণ্য মজুত রাখতে পারবেন তার নীতিমালা প্রণয়ন, নিট মুনাফার হার নির্ধারণে ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠন করার দাবিও জানাচ্ছি। 

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ কবির মজুমদার তনয়সহ অন্যরা।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট