হোম > সারা দেশ > ঢাকা

গুলশানে অগ্নিকাণ্ড: বার্ন ইনস্টিটিউট থেকে চিকিৎসা নিয়ে ছাড়া পেলেন দুজন

ঢামেক প্রতিনিধি

গুলশানে আগুনের ঘটনায় আহত দুজনকে চিকিৎসা দিয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত এক নারী আইসিইউতে আছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

আজ সোমবার দুপুরে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্লাস্টিক সার্জারি বিভাগ থেকে দুজনকে ছেড়ে দেওয়া হয়। তাঁরা হলেন মো. মুসা শিকদার (৩৩) ও রওশন আলী (৩০)।

শেখ হাসিনা জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বলেন, ‘গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের এখানে আরও দুজন পুরুষ এসেছিল। জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের শরীরে কোনো পোড়া না থাকলেও শ্বাসনালি পোড়া ছিল। তারা সুস্থ থাকায় চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তবে শামা রহমান সিনহাকে (৩৭) ভর্তি রাখা হয়েছে। ওই নারী আইসিইউতে আছেন। তাঁর অবস্থা শঙ্কামুক্ত না। তাঁর শ্বাসনালি পুড়ে গেছে এবং লাফ দেওয়ার ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’ 

এদিকে আহত মুসার ভাই আসাদ শিকদার জানান, মুসা গুলশানে ওই ভবনের ১০তলায় নিউজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরিফ ইব্রাহীমের ব্যক্তিগত গাড়ি চালক। তাঁর বাসা কুড়িল বিশ্ব রোডে। ঘটনার সময় তাঁকে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করেন। 

আহত রওশন আলীর স্ত্রী উম্মে কুলসুম জানান, আশুলিয়া নিশ্চিন্তপুর এলাকায় থাকেন তাঁরা। আশুলিয়ার নিউজ গ্রুপের অফিস সহকারী ছিলেন। গতকাল সন্ধ্যার দিকে অফিশিয়াল কাজে গুলশানে ওই বাসার ১০তলায় এমডি আরিফ ইব্রাহিমের সঙ্গে দেখা করতে যান। কিছু সময় পর অগ্নিকাণ্ডের ফলে আশপাশে ধোঁয়ার সৃষ্টি হয়। এ সময় বাসার অন্য সদস্যদের ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু বেলকনিতে মুসা ও রওশন আলী আটকে পড়েন। 

উম্মে কুলসুম আরও জানান, মুসা ও রওশন ১০তলা থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ একটা টর্চের আলো তাঁদের চোখে পড়ে এবং লাফ দিতে নিষেধ করা হয়। পরে ফায়ার সার্ভিস সদস্যরা তাঁদের দুজনকে উদ্ধার করেন। এরপর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

আরও পড়ুন:

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির