হোম > সারা দেশ > মুন্সীগঞ্জ

পথচারীকে বাঁচাতে গিয়ে চার গাড়ির সংঘর্ষ, তবুও হলো না শেষ রক্ষা

গজারিয়া প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় এক পথচারীকে বাঁচাতে গিয়ে চার গাড়ির সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ওই পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের ভিটিকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পথচারীর আনুমানিক বয়স ৫৮। তাঁর পরিচয় এখনো পাওয়া যায়নি। আহত ব্যক্তিরা হলেন—মোটরসাইকেল চালক শাহাদাত হোসেন (৩৪), বাস যাত্রী বেলাল হোসেন (৪০), শাকিল দেওয়ান (৩৮) ও শিল্পী আক্তার (৩৫)।

প্রত্যক্ষদর্শী জানান, দুপুরের দিকে বাসস্ট্যান্ড এলাকা দিয়ে রাস্তা পার হচ্ছিলেন এক পথচারী। এ সময় ঢাকা থেকে কুমিল্লাগামী দ্রুতগতির একটি মোটরসাইকেল ওই পথচারীকে বাঁচাতে গিয়ে ব্রেক করে। তবুও বাঁচানো যায়নি পথচারীকে। মোটরসাইকেলটি আঘাত পান। এ সময় পেছন থাকা একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে বামদিকে পাশ দিয়ে সামনে আগানোর চেষ্টা করে। তৎক্ষণাৎ প্রাইভেটকারটির সামনে ও পেছনে দুটি বাসের সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেটকারটি। বাস দুটিরও ক্ষয়ক্ষতি হয়। এ ঘটনায় পথচারী, মোটরসাইকেল চালক ও বাসের  ৩ যাত্রী আহত হন। হতাহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় স্থানীয়রা।

এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কের একপাশে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুর্ঘটনাকবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. কামরুন নাহার বলেন, সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর মধ্যে হাসপাতালে আনার পরপরই একজনের মৃত্যু হয়। আহত অপর চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।’

গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, মরদেহ গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো মহাসড়ক থেকে সরানো হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট