হোম > সারা দেশ > ঢাকা

দেশের সমৃদ্ধি তুলে ধরতেই নিউইয়র্কে গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

’৭১-এর স্মৃতিবিজড়িত সেই ম্যাডিসন স্কয়ার গার্ডেন। যেখানে আমাদের ইতিহাস ও আবেগ জড়িত, সেখানে গিয়েই আমরা ঘোষণা করতে চাই যে, আমরা এখন আর তলাবিহীন ঝুড়ি তো নই-ই, বরং আমরা সম্পদে পরিপূর্ণ, সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ। যারা নিজের জন্য নয়, সারা বিশ্বের জন্য কাজ করে। শনিবার বেলা ১১টায় আগারগাঁওয়ে আইসিটি টাওয়ার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা বলেছেন।

১৯৭১ সালের ১ আগস্ট সেতারশিল্পী পণ্ডিত রবিশঙ্কর ও সংগীতশিল্পী জর্জ হ্যারিসনের আয়োজনে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে কনসার্ট ফর বাংলাদেশ আয়োজিত হয়েছিল ভারতে আশ্রয় গ্রহণকারী প্রায় ১ কোটি শরণার্থীর সহায়তার জন্য। সেই আয়োজনকে স্মরণীয় করে রাখতে আগামী ৬ মে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বাংলাদেশ আয়োজন করছে গোল্ডেন জুবলি বাংলাদেশ কনসার্ট।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই কনসার্ট থেকে সংগৃহীত অর্থ ইউএনডিপির মাধ্যমে উন্নয়নশীল দেশের শিশুদের সাইবার সিকিউরিটি সম্পর্কিত সচেতনতার জন্য ব্যয় করা হবে। প্রতিবছর এই কনসার্ট থেকে অর্জিত অর্থ এ খাতেই ব্যয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, যারা সাইবার ক্রাইম সিকিউরিটি নিয়ে কাজ করেন এমন কিছু তরুণ-তরুণীকে পুরস্কৃত করা হবে। কনসার্ট ফর বাংলাদেশ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদ্‌যাপন উপলক্ষে আয়োজনটি তত্ত্বাবধান করছে বাংলাদেশ হাইটেক পার্ক। এবারের আয়োজনে সংগীত পরিবেশন করবে জার্মানির হেভি মেটাল ও রক ব্যান্ড স্কর্পিয়ন্স ও বাংলাদেশের ব্যান্ড চিরকুট।

সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, ‘সারা বিশ্বের কাছে আমরা একটি কৃতজ্ঞ বিজয়ী, সম্ভাবনাময়ী ও যোদ্ধা জাতি—এই প্রসঙ্গগুলো তুলে ধরতে গেলে আমরা কোন ভাষাটা ব্যবহার করতে পারি? একটি ইংরেজি প্রবাদ আছে, “যেখানে শব্দ ব্যর্থ হয়, সেখানে  সংগীত কথা বলে”। আর তাই আমাদের গৌরব সারা বিশ্বের সামনে তুলে ধরতে সংগীতের চেয়ে বড় ভাষা আর কোনোটাই হতে পারে না। বাংলাদেশ বিশ্বের কাছে একটি ডিজিটাল দেশ হিসেবে প্রশংসিত হয়েছে এবং অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে প্রমাণিত হয়েছে।

শ্রীলঙ্কাকে আর্থিক সহায়তার পাশাপাশি প্রযুক্তিগতভাবে সাহায্য করা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার কথাও উল্লেখ করেন আইসিটি প্রতিমন্ত্রী। 

টঙ্গীতে বিকাশকর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই, আহত ২

দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়লার গাড়ির চালক কারাগারে

র‍্যাবের পোশাকে ডাকাতির নাটক করে লাখ টাকা লুট, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জে সাড়ে ১১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে

কেন্দ্রীয় কারাগারে বন্দীর ঢামেকে মৃত্যু

১০ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের মার্কেটের আগুন

আমরা প্রাইম টার্গেটকে খুঁজছি: ডিএমপি কমিশনার

মতিঝিলে ছিনতাইকারীর কবলে ইডেনের ছাত্রী

হাদিকে গুলি: সন্দেহভাজনের তথ্য চেয়ে পুরস্কার ঘোষণা ডিএমপির

কেরানীগঞ্জে মার্কেটে আগুন: জ্বলছে কোটি টাকার দোকান, নির্বাক তাকিয়ে সালাম-সোহেল