হোম > সারা দেশ > নরসিংদী

হামলায় প্রার্থীর মৃত্যু, রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে পাঠানো এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২-এর উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে নির্বাচন স্থগিত করা হয়। রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

নির্বাচন কমিশন থেকে পাঠানো চিঠিতে বলা হয়, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৯ মে রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচনের আগে ভাইস চেয়ারম্যান পদে বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় সব পদে নির্বাচন স্থগিত করা হলো।

গতকাল বুধবার দুপুরে উপজেলার পাড়াতলী ইউনিয়নের মামদিরকান্দি এলাকায় গণসংযোগে যান চশমা প্রতীকের প্রার্থী আবিদ হাসান রুবেল ও তালা প্রতীকের প্রার্থী সুমন মিয়া। বেলা দেড়টার দিকে দুই প্রার্থীর সমর্থকেরা মুখোমুখি হলে প্রথমে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে সুমন মিয়ার প্রচারণার গাড়ি থেকে আবিদ হাসান রুবেল ও তাঁর সমর্থকদের ওপর গুলি ছোড়া হয়। তাতে ক্ষিপ্ত হয়ে রুবেলের সমর্থকেরা সুমন ও তাঁর সমর্থকদের মারধর করে।

এ সময় প্রার্থী সুমন মিয়া দৌড়ে পাশের মীরেরকান্দি এলাকায় যাওয়ার চেষ্টা করেন। রুবেল সমর্থকেরা পিছু নিয়ে সুমনকে আটকে মারধর করে। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যায় মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম আজকের পত্রিকাকে বলেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী নিহত হওয়ার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির