হোম > সারা দেশ > ঢাকা

আগারগাঁওয়ে মেট্রোতে উঠতে দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীবাসীর বিনোদনের এক নতুন আকর্ষণ মেট্রোরেল। চালু হওয়ার বেশ কয়েক মাস হয়ে গেলেও এখনো অনেকেরই মেট্রোরেলে ওঠার সুযোগ হয়নি। ঈদের দিন অবসর পেয়ে অনেকেই ছুটে এসেছে মেট্রোরেলে চড়তে। আজ মেট্রোরেল চলবে বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

মণিপুরিপাড়া থেকে আগারগাঁওয়ে মেট্রোস্টেশনে এসেছেন শান্তনা গোমেজ। ছেলের বন্ধুদের মায়েরা সবাই একসঙ্গে ঘুরতে এসেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অন্য দিন তো সময় হয় না। বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আবার বান্ধবীদেরও পাওয়া যায় না। আজকে সুযোগ পেয়ে চলে এলাম।’

মোহাম্মদপুর থেকে পরিবারসহ মেট্রোতে চড়তে এসেছেন সোহেল আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আগে চড়েছি, কিন্তু স্ত্রী-সন্তানেরা মেট্রো দেখেনি। তাই তাদের নিয়ে এসেছি। ভেবেছিলাম আজকে একটু ফাঁকা থাকবে, কিন্তু এসে দেখি ভিড়।’

মেট্রোতে উঠতে উন্মুখ হয়ে ছিল সাত বছরের শিশু আফনান। আফনান আজকের পত্রিকাকে বলে, ‘মেট্রোরেলে ওঠার ইচ্ছে অনেক দিনের। খুব খুশি লাগছে এখানে এসে। আরও কয়েক জায়গায় ঘুরতে গেছি।’

মেট্রোরেল আগারগাঁও স্টেশনের এক কর্মকর্তা জানান, ঈদের দিন হওয়ায় ধারণক্ষমতার বেশি লোক সমাগম হয়েছে। ফলে সবাইকে একসঙ্গে ঢুকতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ‘আজকে প্রচুর ভিড়। সবাই একসঙ্গে ঢুকতে চায়। কিন্তু ভেতরে টিকিট কাটার লাইন ফিলাপ হয়ে আছে। তাই কিছুক্ষণ পরপর গেট বন্ধ রাখা হচ্ছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু