হোম > সারা দেশ > ঢাকা

আগারগাঁওয়ে মেট্রোতে উঠতে দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীবাসীর বিনোদনের এক নতুন আকর্ষণ মেট্রোরেল। চালু হওয়ার বেশ কয়েক মাস হয়ে গেলেও এখনো অনেকেরই মেট্রোরেলে ওঠার সুযোগ হয়নি। ঈদের দিন অবসর পেয়ে অনেকেই ছুটে এসেছে মেট্রোরেলে চড়তে। আজ মেট্রোরেল চলবে বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

মণিপুরিপাড়া থেকে আগারগাঁওয়ে মেট্রোস্টেশনে এসেছেন শান্তনা গোমেজ। ছেলের বন্ধুদের মায়েরা সবাই একসঙ্গে ঘুরতে এসেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অন্য দিন তো সময় হয় না। বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আবার বান্ধবীদেরও পাওয়া যায় না। আজকে সুযোগ পেয়ে চলে এলাম।’

মোহাম্মদপুর থেকে পরিবারসহ মেট্রোতে চড়তে এসেছেন সোহেল আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আগে চড়েছি, কিন্তু স্ত্রী-সন্তানেরা মেট্রো দেখেনি। তাই তাদের নিয়ে এসেছি। ভেবেছিলাম আজকে একটু ফাঁকা থাকবে, কিন্তু এসে দেখি ভিড়।’

মেট্রোতে উঠতে উন্মুখ হয়ে ছিল সাত বছরের শিশু আফনান। আফনান আজকের পত্রিকাকে বলে, ‘মেট্রোরেলে ওঠার ইচ্ছে অনেক দিনের। খুব খুশি লাগছে এখানে এসে। আরও কয়েক জায়গায় ঘুরতে গেছি।’

মেট্রোরেল আগারগাঁও স্টেশনের এক কর্মকর্তা জানান, ঈদের দিন হওয়ায় ধারণক্ষমতার বেশি লোক সমাগম হয়েছে। ফলে সবাইকে একসঙ্গে ঢুকতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ‘আজকে প্রচুর ভিড়। সবাই একসঙ্গে ঢুকতে চায়। কিন্তু ভেতরে টিকিট কাটার লাইন ফিলাপ হয়ে আছে। তাই কিছুক্ষণ পরপর গেট বন্ধ রাখা হচ্ছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট