হোম > সারা দেশ > ঢাকা

আগারগাঁওয়ে মেট্রোতে উঠতে দীর্ঘ লাইন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীবাসীর বিনোদনের এক নতুন আকর্ষণ মেট্রোরেল। চালু হওয়ার বেশ কয়েক মাস হয়ে গেলেও এখনো অনেকেরই মেট্রোরেলে ওঠার সুযোগ হয়নি। ঈদের দিন অবসর পেয়ে অনেকেই ছুটে এসেছে মেট্রোরেলে চড়তে। আজ মেট্রোরেল চলবে বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

মণিপুরিপাড়া থেকে আগারগাঁওয়ে মেট্রোস্টেশনে এসেছেন শান্তনা গোমেজ। ছেলের বন্ধুদের মায়েরা সবাই একসঙ্গে ঘুরতে এসেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘অন্য দিন তো সময় হয় না। বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। আবার বান্ধবীদেরও পাওয়া যায় না। আজকে সুযোগ পেয়ে চলে এলাম।’

মোহাম্মদপুর থেকে পরিবারসহ মেট্রোতে চড়তে এসেছেন সোহেল আহমেদ। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি আগে চড়েছি, কিন্তু স্ত্রী-সন্তানেরা মেট্রো দেখেনি। তাই তাদের নিয়ে এসেছি। ভেবেছিলাম আজকে একটু ফাঁকা থাকবে, কিন্তু এসে দেখি ভিড়।’

মেট্রোতে উঠতে উন্মুখ হয়ে ছিল সাত বছরের শিশু আফনান। আফনান আজকের পত্রিকাকে বলে, ‘মেট্রোরেলে ওঠার ইচ্ছে অনেক দিনের। খুব খুশি লাগছে এখানে এসে। আরও কয়েক জায়গায় ঘুরতে গেছি।’

মেট্রোরেল আগারগাঁও স্টেশনের এক কর্মকর্তা জানান, ঈদের দিন হওয়ায় ধারণক্ষমতার বেশি লোক সমাগম হয়েছে। ফলে সবাইকে একসঙ্গে ঢুকতে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, ‘আজকে প্রচুর ভিড়। সবাই একসঙ্গে ঢুকতে চায়। কিন্তু ভেতরে টিকিট কাটার লাইন ফিলাপ হয়ে আছে। তাই কিছুক্ষণ পরপর গেট বন্ধ রাখা হচ্ছে।’

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির

সিঙ্গাপুর থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার পথে বিমান বিজি ৫৮৫