হোম > সারা দেশ > ঢাকা

বাসাবোতে যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবার বলছে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকার একটি বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ। 

মৃত ওই যুবকের নাম জাহিদ হাসান (২২)। তিনি মতিঝিল এলাকায় একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মী। 

জাহিদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। সে তাঁর বাবা-মার সাথে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় থাকতো। বাসাবো এলাকায় তাঁর বোনের বাসায় প্রায় বেড়াতে আসত বলে পরিবার জানিয়েছে। 

এদিকে নিহত জাহিদের খালাতো ভাই সোহেল দাবি করেছেন, জাহিদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এরপর সেই লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সোহেল আরও জানান, দুপুরে নামাজের আগে বাসাবোতে বোনের বাসায় যায় জাহিদ। ওই সময় তাঁর বোন বাজার করতে যাচ্ছিলেন। পথে বোনের কাছ থেকে ঘরের চাবি নিয়ে তাঁর বাসায় যান।  পরে তাঁর বোন বাজার থেকে ফিরলে ঘর থেকে এক মেয়ে বের হয়ে জানান জাহিদ কেমন জানি করছে। এরপর তাঁর বোন ঘরে গিয়ে দেখতে পান ঘরের জানালার সাথে ফাঁস লাগানো অবস্থায় জাহিদ ঝুলছে। 

এ বিষয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে হত্যার প্রমাণ পাওয়া যায়নি। আটক মেয়ে ও নিহতের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। প্রেমিকার সঙ্গে অভিমান করে নিজের কোমরের বেল্ট দিয়ে আত্মহত্যা করেছে। মেয়েটিকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ