হোম > সারা দেশ > ঢাকা

বাসাবোতে যুবকের রহস্যজনক মৃত্যু, পরিবার বলছে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকার একটি বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ। 

মৃত ওই যুবকের নাম জাহিদ হাসান (২২)। তিনি মতিঝিল এলাকায় একটি ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠানের কর্মী। 

জাহিদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলায়। সে তাঁর বাবা-মার সাথে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় থাকতো। বাসাবো এলাকায় তাঁর বোনের বাসায় প্রায় বেড়াতে আসত বলে পরিবার জানিয়েছে। 

এদিকে নিহত জাহিদের খালাতো ভাই সোহেল দাবি করেছেন, জাহিদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এরপর সেই লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সোহেল আরও জানান, দুপুরে নামাজের আগে বাসাবোতে বোনের বাসায় যায় জাহিদ। ওই সময় তাঁর বোন বাজার করতে যাচ্ছিলেন। পথে বোনের কাছ থেকে ঘরের চাবি নিয়ে তাঁর বাসায় যান।  পরে তাঁর বোন বাজার থেকে ফিরলে ঘর থেকে এক মেয়ে বের হয়ে জানান জাহিদ কেমন জানি করছে। এরপর তাঁর বোন ঘরে গিয়ে দেখতে পান ঘরের জানালার সাথে ফাঁস লাগানো অবস্থায় জাহিদ ঝুলছে। 

এ বিষয়ে সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে হত্যার প্রমাণ পাওয়া যায়নি। আটক মেয়ে ও নিহতের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো। প্রেমিকার সঙ্গে অভিমান করে নিজের কোমরের বেল্ট দিয়ে আত্মহত্যা করেছে। মেয়েটিকে তার পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। পরবর্তীতে ময়নাতদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে