হোম > সারা দেশ > ঢাকা

১০ ও ১২ এপ্রিলের নিয়মিত ট্রেনের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ (মঙ্গলবার) চাঁদ দেখা না যাওয়ায় পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বৃহস্পতিবার ১১ এপ্রিল। তাই আগামীকাল বুধবার ও শুক্রবার ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। এই টিকিট অনলাইন ও কাউন্টার উভয় জায়গায় পাওয়া যাবে। আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার। 

তিনি বলেন, ‘১০ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইন ও কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে। তবে এ দুই দিন শুধু রেগুলার বা নিয়মিত যে ট্রেনগুলো যাতায়াত করে, সেগুলোই চলবে। যে ট্রেনের ডে অফ বা সাপ্তাহিক বন্ধ থাকবে, সেগুলো চলবে না।’ 

এদিকে আজ শেষ হচ্ছে রেলের অগ্রিম টিকিটের ঈদযাত্রা। গত ৫ এপ্রিল থেকে সাত দিনের অগ্রিম টিকিট যাত্রা শুরু করেন ঘরে ফেরা মানুষ। এসব দিনের টিকিট অনলাইনে বিক্রি হয়েছে মার্চের ২৪ তারিখ থেকে পর্যায়ক্রমে ৩০ মার্চ পর্যন্ত। আবার ১৩ এপ্রিল থেকে ঢাকায় ফেরার যাত্রা শুরু হবে। ৩ এপ্রিল থেকে আজ পর্যন্ত এসব টিকিট বিক্রি হয়েছে। 

রেলওয়ে সূত্র বলছে, প্রতিদিন প্রায় ৬৭টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রী পৌঁছে দিয়েছে। আর প্রায় ২ লাখ লোক প্রতিদিন ঢাকা ছেড়েছে ট্রেনে করে। 

এদিকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত কমলাপুরে স্বাভাবিক যাত্রা হলেও রাত থেকে বিশৃঙ্খলা শুরু হয়। বিশেষ করে কাল থেকে পশ্চিমাঞ্চলের সব ট্রেনেই যাত্রীরা ছাদে করেও ঢাকা ত্যাগ করেছেন।

মানিকগঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে শ্রমিক দলের সংবাদ সম্মেলন

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯