হোম > সারা দেশ > ঢাকা

১০ ও ১২ এপ্রিলের নিয়মিত ট্রেনের টিকিট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ (মঙ্গলবার) চাঁদ দেখা না যাওয়ায় পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বৃহস্পতিবার ১১ এপ্রিল। তাই আগামীকাল বুধবার ও শুক্রবার ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। এই টিকিট অনলাইন ও কাউন্টার উভয় জায়গায় পাওয়া যাবে। আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার। 

তিনি বলেন, ‘১০ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি শুরু হয়েছে। অনলাইন ও কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে। তবে এ দুই দিন শুধু রেগুলার বা নিয়মিত যে ট্রেনগুলো যাতায়াত করে, সেগুলোই চলবে। যে ট্রেনের ডে অফ বা সাপ্তাহিক বন্ধ থাকবে, সেগুলো চলবে না।’ 

এদিকে আজ শেষ হচ্ছে রেলের অগ্রিম টিকিটের ঈদযাত্রা। গত ৫ এপ্রিল থেকে সাত দিনের অগ্রিম টিকিট যাত্রা শুরু করেন ঘরে ফেরা মানুষ। এসব দিনের টিকিট অনলাইনে বিক্রি হয়েছে মার্চের ২৪ তারিখ থেকে পর্যায়ক্রমে ৩০ মার্চ পর্যন্ত। আবার ১৩ এপ্রিল থেকে ঢাকায় ফেরার যাত্রা শুরু হবে। ৩ এপ্রিল থেকে আজ পর্যন্ত এসব টিকিট বিক্রি হয়েছে। 

রেলওয়ে সূত্র বলছে, প্রতিদিন প্রায় ৬৭টি ট্রেন ঢাকা থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রী পৌঁছে দিয়েছে। আর প্রায় ২ লাখ লোক প্রতিদিন ঢাকা ছেড়েছে ট্রেনে করে। 

এদিকে গতকাল সোমবার বিকেল পর্যন্ত কমলাপুরে স্বাভাবিক যাত্রা হলেও রাত থেকে বিশৃঙ্খলা শুরু হয়। বিশেষ করে কাল থেকে পশ্চিমাঞ্চলের সব ট্রেনেই যাত্রীরা ছাদে করেও ঢাকা ত্যাগ করেছেন।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’