হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীর জুরাইনে যুবকের অস্বাভাবিক মৃত্যু

ঢামেক প্রতিবেদক

রাজধানীর জুরাইনের একটি বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন গোলাম রাব্বি (১৮) নামের এক যুবক। তাঁর স্বজনেরা জানান, মুমূর্ষু অবস্থায় উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আজ শনিবার সন্ধ্যায় কদমতলী জুরাইন চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় এই ঘটনা ঘটে। 

জানা গেছে, মৃত রাব্বি শরীয়তপুর সদর উপজেলার শোলপাড়া গ্রামের হাবিব খানের ছেলে। দাদি হেলেনা বেগমের সঙ্গে জুরাইনের ওই বাসায় থাকতেন তিনি। পড়ালেখার পাশাপাশি একটি কারখানায়ও কাজ করতেন। তিন ভাই বোনের মধ্যে সবার বড় ছিলেন রাব্বি। 

রাব্বির ফুফু মদিনা বেগম বলেন, ‘দুপুরে স্কুল থেকে বাসায় ফিরে গোসল করে খাবার খেয়ে বাইরে গিয়েছিল। সন্ধ্যার কিছু সময় আগে বাসায় ফিরে। এরপর রুমের লাইট বন্ধ করে শুয়ে ছিল। কিছুক্ষণ পর লাইট জ্বালিয়ে দেখি ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তবে বাঁচানো যায়নি।’ 

তবে কী কারণে আত্মহত্যা করেছে রাব্বি সেটি নিশ্চিত করতে পারেনি রাব্বির স্বজনেরা। 

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার

নিকুঞ্জে অজ্ঞান পার্টির কবলে অষ্টম শ্রেণির ছাত্র

হাদি হত্যা: চার্জশিটে আপত্তি থাকলে বাদীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

গুলিস্তানে বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা