হোম > সারা দেশ > ঢাকা

তীব্র ধোঁয়ায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ধোঁয়ার তীব্রতায় ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। ধোঁয়ার কারণে চোখ জ্বালাপোড়া করছে। 

ফায়ার সার্ভিসের সদর দপ্তর মিডিয়া সেলের সিনিয়র স্টেশন অফিসার রায়হানুল আশরাফ আজকের পত্রিকাকে এ কথা বলেছেন। 

রায়হানুল আশরাফ বলেন, ‘আগুন নেভাতে পানির কোনো সংকট নেই। আমাদের নিজস্ব গাড়ির পাশাপাশি ওয়াসা, বিমানবাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী পানি দিচ্ছে। পাশাপাশি স্থানীয় বিভিন্ন ভবন থেকে এবং জাপান গার্ডেনের সুইমিংপুল থেকে পানি পাচ্ছি। কিন্তু ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘দোকানে দাহ্য পদার্থ রয়েছে। আর এগুলো আগুনের সংস্পর্শে এসে ধোঁয়া তৈরি করছে। এখানে বিপুল পরিমাণ প্লাস্টিক, সিনথেটিক, কসমেটিকসহ দহনশীল পদার্থ রয়েছে। ফলে এর মাধ্যমে বিষাক্ত ধোঁয়া তৈরি হচ্ছে। এ কারণে ফায়ার ফাইটারদের অনেক বেগ পেতে হচ্ছে।’ 

সিনিয়র স্টেশন অফিসার বলেন, ‘পুরো মার্কেট কাঁচাপাকা। আগুনের সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত ছড়িয়ে গেছে। ধোঁয়ার কারণে ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। আমরা আগুন থেকে দূরে দাঁড়িয়ে থাকতে পারছি না। চোখে জ্বালাপোড়া করছে।’

আরও পড়ুুন—

এবারের সাকরাইনে নেই জৌলুস, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ

জাকসু নির্বাচনে দায়িত্ব পালনকালে মারা যাওয়া শিক্ষিকার নামে জাবির সিনেট ভবনের নামকরণ

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ শিক্ষার্থীদের, যান চলাচল বন্ধে ভোগান্তি