হোম > সারা দেশ > ঢাকা

কক্সবাজার সমুদ্রসৈকতের ৬৭৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি থেকে ২৬০ এবং সুগন্ধা পয়েন্ট থেকে ৪১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চে কক্সবাজারের জেলা প্রশাসক এই প্রতিবেদন দাখিল করেন। পরে জেলা প্রশাসককে আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি দিয়ে রুল নিষ্পত্তি করেন আদালত।

আদালতে জেলা প্রশাসক মামুনুর রশীদের পক্ষে ছিলেন আইনজীবী মমতাজ উদ্দিন ফকির। রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। এর আগে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন না করায় ওই ডিসিকে গত ২৫ আগস্ট তলব করেন হাইকোর্ট। সে অনুযায়ী ১৯ অক্টোবর হাজির হয়ে ক্ষমা চান তিনি।

ওই দিন শুনানির সময় আদালত ডিসির উদ্দেশে বলেন, ‘সমুদ্রসৈকত এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সৌন্দর্য রক্ষায় আপনার পারফরমেন্স শুধু জিরো নয়, নেগেটিভও। বারবার বলার পরও আদালতের আদেশ বাস্তবায়ন করেননি। আদালতের আদেশ বাস্তবায়ন না করলে আপনার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এই ঝুঁকিতে যাবেন না। সারা পৃথিবী এই কক্সবাজার সমুদ্রসৈকতের দিকে তাকিয়ে আছে। একে আমরা ইউটিলাইজ করতে পারছি না। কক্সবাজারের সৌন্দর্য রক্ষায় ভূমিকা রাখুন। অবৈধ স্থাপনা উচ্ছেদ করুন, সুন্দর ব্যবস্থাপনা করুন। মানুষ আপনাকে মনে রাখবে। আদালতের আদেশ না মানার কোনো সুযোগ নেই।’ পরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৯ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। সে অনুযায়ী এই প্রতিবেদন দাখিল করা হলো। 

বুধবার মনজিল মোরসেদ বলেন, প্রতিবেদন দেওয়ার পর শুনানি শেষে রুল নিষ্পত্তি করে জেলা প্রশাসককে আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে যাতে আর কেউ উচ্ছেদ করা এলাকায় স্থাপনা নির্মাণ করতে না পারে, সে ব্যাপারে সব সময় সতর্ক থাকতে বলেছেন।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন