হোম > সারা দেশ > ঢাকা

কক্সবাজার সমুদ্রসৈকতের ৬৭৭ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি থেকে ২৬০ এবং সুগন্ধা পয়েন্ট থেকে ৪১৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের বেঞ্চে কক্সবাজারের জেলা প্রশাসক এই প্রতিবেদন দাখিল করেন। পরে জেলা প্রশাসককে আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি দিয়ে রুল নিষ্পত্তি করেন আদালত।

আদালতে জেলা প্রশাসক মামুনুর রশীদের পক্ষে ছিলেন আইনজীবী মমতাজ উদ্দিন ফকির। রিটের পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। এর আগে উচ্চ আদালতের নির্দেশনা বাস্তবায়ন না করায় ওই ডিসিকে গত ২৫ আগস্ট তলব করেন হাইকোর্ট। সে অনুযায়ী ১৯ অক্টোবর হাজির হয়ে ক্ষমা চান তিনি।

ওই দিন শুনানির সময় আদালত ডিসির উদ্দেশে বলেন, ‘সমুদ্রসৈকত এলাকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সৌন্দর্য রক্ষায় আপনার পারফরমেন্স শুধু জিরো নয়, নেগেটিভও। বারবার বলার পরও আদালতের আদেশ বাস্তবায়ন করেননি। আদালতের আদেশ বাস্তবায়ন না করলে আপনার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। এই ঝুঁকিতে যাবেন না। সারা পৃথিবী এই কক্সবাজার সমুদ্রসৈকতের দিকে তাকিয়ে আছে। একে আমরা ইউটিলাইজ করতে পারছি না। কক্সবাজারের সৌন্দর্য রক্ষায় ভূমিকা রাখুন। অবৈধ স্থাপনা উচ্ছেদ করুন, সুন্দর ব্যবস্থাপনা করুন। মানুষ আপনাকে মনে রাখবে। আদালতের আদেশ না মানার কোনো সুযোগ নেই।’ পরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ৯ নভেম্বরের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। সে অনুযায়ী এই প্রতিবেদন দাখিল করা হলো। 

বুধবার মনজিল মোরসেদ বলেন, প্রতিবেদন দেওয়ার পর শুনানি শেষে রুল নিষ্পত্তি করে জেলা প্রশাসককে আদালত অবমাননার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে ভবিষ্যতে যাতে আর কেউ উচ্ছেদ করা এলাকায় স্থাপনা নির্মাণ করতে না পারে, সে ব্যাপারে সব সময় সতর্ক থাকতে বলেছেন।

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ

জাজিরায় বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবকের মরদেহ উদ্ধার

স্বেচ্ছাসেবক দলের নেতা মুছাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন