হোম > সারা দেশ > ঢাকা

বাঁধের কাজ কখনোই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব না: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি

বাঁধের কাজ কখনোই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। আজ বুধবার বেলা ১১টার দিকে সুনামগঞ্জের দিরাই উপজেলার ভরাম হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। 

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয় গত ১৫ ডিসেম্বর। ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়া কথা থাকলেও তা আজও শেষ হয়নি। এ নিয়ে প্রশ্ন করলে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘একটা সময় বেঁধে দেওয়া হয় মাত্র। বাঁধের কাজ কখনোই নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা সম্ভব না। ভবিষ্যতেও বেঁধে দেওয়া সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে না।’ 

এ সময় মন্ত্রী আরও বলেন, ‘যেখানে পরিবেশ কাজের উপযোগী, সেখানে নির্ধারিত সময়ে কাজ শেষ করা হয়েছে। হাওরে পানি থাকায় অনেক জায়গায় কাজ শুরু করতে দেরি হয়েছে। এসব প্রাকৃতিক কারণেই নির্ধারিত সময়ে কাজ শেষ হয় না। ভবিষ্যতে নদী খননের মধ্য দিয়ে সুনামগঞ্জের হাওরাঞ্চলে বাঁধের সংখ্যা আরও কমে আসবে।’ 

এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মল্লিক সাঈদ মাহবুব, জেলা প্রশাসক দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এস এম শহীদুল ইসলাম, পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার সামছুদ্দোহা।

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান