হোম > সারা দেশ > ঢাকা

গার্মেন্টসে নিম্নতম মজুরি ও রেশনিং ব্যবস্থা চালু না হলে ইদের পর কঠোর আন্দোলন: আইবিসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

যে সব পোশাক কারখানায় ঘোষিত নিম্নতম মজুরি এখনো বাস্তবায়ন করা হয়নি, সে সব কারখানায় অবিলম্বে নিম্নতম মজুরি বাস্তবায়ন এবং শ্রমিকদের জন্য নিয়মিত রেশনিং ব্যবস্থা চালুসহ ৬ দফা দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)। অবিলম্বে এসব দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বাজেট বরাদ্দেরও দাবি জানিয়েছেন তারা। দাবি বাস্তবায়ন না হলে ইদের পর কঠোর কর্মসূচির কথা জানিয়েছেন সংগঠনটির নেতারা।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবির কথা জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শহীদুল্লাহ বাদল।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে শহীদুল্লাহ বাদল বলেন, ‘২০২৩ সালে মিরপুরে শ্রমিক অসন্তোষ হলে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার আশ্বাস দিয়েছিলেন। আমরা দীর্ঘদিন আশায় বুক বেধে ছিলাম এবং গার্মেন্টস শ্রমিকদের জন্য রেশনিং প্রথা চালু করার দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু তার কোনো ফল আমরা বাজেটে দেখতে পাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘উত্থাপিত বাজেটে গার্মেন্টস শ্রমিকদের নিয়মিত ‘রেশন’ দেওয়ার জন্য কোনোরূপ ব্যবস্থা, প্রস্তাবনা, অর্থ বরাদ্দ আমাদের চোখে পড়েনি। তাই আমরা দারুণভাবে মর্মাহত।’

বিভিন্ন দাবি জানিয়ে তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের নিয়মিত রেশন দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে বাজেটে অর্থ বরাদ্দ রাখতে হবে; ঈদুল আজহার পূর্বে বেতন, বোনাস, বকেয়া বেতনসহ সব পাওনাদি পরিশোধ করতে হবে; যে সব কারখানায় ঘোষিত নিম্নতম মজুরি এখনো বাস্তবায়ন করা হয়নি, সে সব কারখানায় নিম্নতম মজুরি বাস্তবায়ন করতে হবে।

তিনি আরও বলেন, শ্রমিকবান্ধব শ্রম আইন প্রণয়নের লক্ষ্যে সংশোধনীসহ শ্রম আইন পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে; প্রতিটি শিল্পাঞ্চলে শ্রমিক হাসপাতাল, বাসস্থান এবং শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করতে হবে এবং মজুরি আন্দোলনে নিহত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত সব মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি।

সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা কুতুবউদ্দিন আহমেদ বলেন, শ্রমিকদের শুধু রেশন দিলেই হবে না, ভর্তুকি মূল্যে রেশন দিতে হবে। বাংলাদেশে এক সময় ভর্তুকি মূল্যে রেশনিং ব্যবস্থা চালু ছিল। বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন গার্মেন্টস সেক্টর। এই সেক্টরে আন্তর্জাতিক মানদণ্ডে শ্রমিকদের মজুরি হওয়া উচিত। কিন্তু বাজেটে শ্রমিকদের কল্যাণের জন্য কিছুই নেই। মজুরি আন্দোলনসহ বিভিন্ন শ্রমিক আন্দোলনে গ্রেপ্তার শ্রমিকদের মুক্তির দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে আইবিসির সহসভাপতি জেড এম কামরুল আনাম বলেন, ‘রেশনিং প্রথা চালুর জন্য আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলাম। কিন্তু এর প্রতিফলন প্রস্তাবিত বাজেটে দেখতে পাইনি। এর জন্য আমরা ইদের পর কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করব। আন্দোলন ছাড়া এখানে কোনো দাবি আদায় হয় না।’

গার্মেন্টসে নিম্নতম মজুরি ও রেশনিং চালু না হওয়ার পেছনে মালিকদের দায়ী করে তিনি বলেন, সবাই এটা চালু করার পক্ষে। কিন্তু কিছু ক্ষেত্রে মালিকদের মনস্তত্ত্বের সমস্যা। তারা এগুলো দিতে চায় না। তারা চায় যতক্ষণ না দিয়ে চলা যায় ততক্ষণ সেভাবেই চালাতে। মালিকপক্ষের এমন মনস্তত্ত্ব পরিবর্তন করতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইবিসির সহসভাপতি মীর আবুল কালাম আজাদ, সহসাধারণ সম্পাদক শহিদুল্লাহ ভূইয়া, শাহাদাৎ হোসেন, হাসি আক্তার প্রমুখ।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু