হোম > সারা দেশ > ঢাকা

কলাবাগানে গরুবোঝাই পিকআপে ডাকাতি, গ্রেপ্তার আরও ২

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর কলাবাগানে গরুবোঝাই একটি পিকআপ ডাকাতির ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গত ৯ জানুয়ারি ভোররাতে কলাবাগানের মিরপুর রোড থেকে ৯টি গরুসহ একটি পিকআপ ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নেয়। এ ঘটনায় গরু ব্যবসায়ী মো. মেহেদী হাসান বাদী হয়ে কলাবাগান থানায় অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি গরু উদ্ধার করা হয়েছে। আজ গ্রেপ্তার হওয়া দুজন হলেন মো. সোহেল মিয়া ও মো. ফারুক হোসেন।

ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ জানান, শনিবার বিকেলে সোহেল মিয়াকে শাহআলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে একটি গরু উদ্ধার করা হয়েছে। পরে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ১০ জানুয়ারি রিয়াজ গোলদার, মেহেদী হাসান ও ফয়সাল নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো আটটি গরু উদ্ধার হয়নি।

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার মোস্তফা জালাল মহিউদ্দিন

শতাধিক গুম-হত্যার মামলা: জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন

কেরানীগঞ্জে ভোরবেলা ডকইয়ার্ডে নিরাপত্তাকর্মী খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় রিকশাচালকের মৃত্যু

রাজধানীর ফার্মগেট-টেকনিক্যালসহ গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব