হোম > সারা দেশ > ঢাকা

কলাবাগানে গরুবোঝাই পিকআপে ডাকাতি, গ্রেপ্তার আরও ২

আজকের পত্রিকা ডেস্ক­

রাজধানীর কলাবাগানে গরুবোঝাই একটি পিকআপ ডাকাতির ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে পৃথক স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গত ৯ জানুয়ারি ভোররাতে কলাবাগানের মিরপুর রোড থেকে ৯টি গরুসহ একটি পিকআপ ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে ছিনিয়ে নেয়। এ ঘটনায় গরু ব্যবসায়ী মো. মেহেদী হাসান বাদী হয়ে কলাবাগান থানায় অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে একটি ডাকাতির মামলা করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং একটি গরু উদ্ধার করা হয়েছে। আজ গ্রেপ্তার হওয়া দুজন হলেন মো. সোহেল মিয়া ও মো. ফারুক হোসেন।

ডিএমপির নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ জানান, শনিবার বিকেলে সোহেল মিয়াকে শাহআলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এবং তাঁর কাছ থেকে একটি গরু উদ্ধার করা হয়েছে। পরে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ফারুক হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ১০ জানুয়ারি রিয়াজ গোলদার, মেহেদী হাসান ও ফয়সাল নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো আটটি গরু উদ্ধার হয়নি।

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২

অবৈধ গ্যাস-সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার তিতাসের কর্মকর্তারা

রাজবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ওমরাহফেরত হাজির ব্যাগে ৬৮০ গ্রাম সোনার গয়না, শাহজালালে গ্রেপ্তার

পানির অপচয় ও অবৈধ সংযোগ রোধে ঢাকার ওয়াসায় ‘স্মার্ট মিটার’

এক্সপ্রেসওয়েতে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার লুট, ৪৬২টি উদ্ধার করল পুলিশ

এবারের সাকরাইনে নেই জৌলুশ, বিরোধিতা করছে একটি মহল

সাংবাদিক নঈম নিজামসহ ৩ জনের বিরুদ্ধে মামলা বাতিল, অব্যাহতি

ধামরাইয়ে ৫ ইটভাটার মালিককে ৩০ লাখ টাকা জরিমানা

দুর্বল সরকার পেয়ে যে যা ইচ্ছা করছে—তীব্র যানজটে ভোগান্তির শিকার যাত্রীর ক্ষোভ