ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করেন রাজধানীর ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের রূপকার মো. আব্দুর রহিম।
বিচারক আস সামছ জগলুল হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। তবে এখনো আদেশ দেননি। আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।
বাদীর আইনজীবী ফারুক আহম্মেদ আজকের পত্রিকাকে জানান, ট্রাইব্যুনাল আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, এনএসপিডিএল নামক একটি ডেভেলপার কোম্পানির মালিক বাদী। মেয়র আতিকুল ইসলাম তাঁর সঙ্গীয় লোকজনের সহযোগিতায় বাদী ও তার প্রতিষ্ঠানের সম্পত্তি জোর করে দখল করেন। মেয়র আতিকুল ইসলামের হুকুম ও অন্য আসামিদের সহযোগিতায় বিভিন্ন মিডিয়া এবং ডিজিটাল ডিভাইসে ইচ্ছাকৃতভাবে বাদী ও তাঁর পরিবার নিয়ে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শন ও মানহানিকর তথ্য প্রকাশ করেছেন। এ কারণে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/ ২৯ ধারায় মেয়র আতিক অপরাধ করেছেন।