হোম > সারা দেশ > মানিকগঞ্জ

স্বাভাবিক প্রসবে একসঙ্গে ৪ কন্যার জন্ম দিলেন ঘিওরের গৃহবধূ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিকভাবে চার সন্তান ভূমিষ্ঠ হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, মা ও নবজাতকেরা সুস্থ আছে। তবে শিশুরা স্বাভাবিক সময়ের আগে অর্থাৎ ৩১ সপ্তাহে জন্ম নেওয়ায় ওজন তুলনামূলক কম। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।

বর্তমানে মা ও সন্তানেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আছেন।

ফারজানা আক্তার (৩০) নামের ওই নারী ঘিওর উপজেলার বাইলজুরী গ্রামের শওকত আলীর মেয়ে এবং পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার আদিবাসী গ্রামের সেনা সদস্য শরিফুল ইসলামের স্ত্রী। এই দম্পতির ১২ বছরের সংসারে আরও দুই কন্যা সন্তান রয়েছে।

হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের চিকিৎসক তামান্না আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার রাতে প্রসব বেদনা নিয়ে ফারজানা আক্তার হাসপাতালে ভর্তি হন। স্বাস্থ্য পরীক্ষা শেষে নরমাল ডেলিভারির মাধ্যমে চার মেয়ে বাচ্চা জন্ম দেন। মা ও বাচ্চারা সুস্থ আছে। তবে এই চার নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় কম থাকায় তাদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।’ 

এই চিকিৎসক আরও জানান, ফারজানার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। তাই প্রসবের পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে গেছেন।

সন্তানদের জন্য দোয়া চেয়ে ফারজানা আক্তারের স্বামী শরিফুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘আল্লাহর ইচ্ছায় চার মেয়ে বাচ্চা হয়েছে। এতে আমরা খুশি। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন।’

স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি সম্মিলিত নারী প্রয়াসের

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ থেকে ‘খেলনা পিস্তলসহ’ যুবক আটক

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ