হোম > সারা দেশ > মানিকগঞ্জ

স্বাভাবিক প্রসবে একসঙ্গে ৪ কন্যার জন্ম দিলেন ঘিওরের গৃহবধূ

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওরে একসঙ্গে চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে স্বাভাবিকভাবে চার সন্তান ভূমিষ্ঠ হয়।

চিকিৎসকেরা জানিয়েছেন, মা ও নবজাতকেরা সুস্থ আছে। তবে শিশুরা স্বাভাবিক সময়ের আগে অর্থাৎ ৩১ সপ্তাহে জন্ম নেওয়ায় ওজন তুলনামূলক কম। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।

বর্তমানে মা ও সন্তানেরা উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আছেন।

ফারজানা আক্তার (৩০) নামের ওই নারী ঘিওর উপজেলার বাইলজুরী গ্রামের শওকত আলীর মেয়ে এবং পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার আদিবাসী গ্রামের সেনা সদস্য শরিফুল ইসলামের স্ত্রী। এই দম্পতির ১২ বছরের সংসারে আরও দুই কন্যা সন্তান রয়েছে।

হাসপাতালের গাইনি অ্যান্ড অবস বিভাগের চিকিৎসক তামান্না আজকের পত্রিকাকে বলেন, ‘শুক্রবার রাতে প্রসব বেদনা নিয়ে ফারজানা আক্তার হাসপাতালে ভর্তি হন। স্বাস্থ্য পরীক্ষা শেষে নরমাল ডেলিভারির মাধ্যমে চার মেয়ে বাচ্চা জন্ম দেন। মা ও বাচ্চারা সুস্থ আছে। তবে এই চার নবজাতকের ওজন স্বাভাবিকের তুলনায় কম থাকায় তাদের স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখতে হবে।’ 

এই চিকিৎসক আরও জানান, ফারজানার স্বামী বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত। তাই প্রসবের পর উন্নত চিকিৎসার জন্য ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে গেছেন।

সন্তানদের জন্য দোয়া চেয়ে ফারজানা আক্তারের স্বামী শরিফুল ইসলাম আজকের পত্রিকা বলেন, ‘আল্লাহর ইচ্ছায় চার মেয়ে বাচ্চা হয়েছে। এতে আমরা খুশি। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট