নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইনজীবী হিসেবে তালিকাভুক্তিতে এমসিকিউ ও লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আজ বৃহস্পতিবার বার কাউন্সিলের সচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এমসিকিউ পরীক্ষার ফরম পূরণের কার্যক্রম অনলাইনে আগামী ২৭ মার্চ শুরু হয়ে ২৭ এপ্রিল পর্যন্ত চলবে। আর এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে জুনের দ্বিতীয় সপ্তাহে এবং লিখিত পরীক্ষা হবে জুলাইয়ের চতুর্থ সপ্তাহে।
তবে বুধবার এনরোলমেন্ট কমিটির বৈঠকের পর ২৫ জুলাই এমসিকিউ পরীক্ষার সম্ভাব্য তারিখ বলে জানিয়েছিলেন বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান।