হোম > সারা দেশ > ঢাকা

সড়কে নৈরাজ্য বন্ধে পরিবহন শ্রমিক নেতাদের ১২ দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরিবহন ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের নিরাপদ কর্মসংস্থান এবং সড়কে চাঁদাবাজি থেকে মুক্তি ও বিভিন্ন নৈরাজ্য বন্ধে ১২ দফা দাবি জানিয়েছেন সড়ক পরিবহন শ্রমিক লীগ নেতারা। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান শ্রমিক নেতারা। 

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ নেতারা অভিযোগ করে বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের হাতে পরিবহন শ্রমিকেরা জিম্মি। তাদের দাবি, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন বিভিন্ন সময় সরকারের সঙ্গে চ্যালেঞ্জ করে, জিম্মি করে। হঠাৎ কোনো কারণ ছাড়াই তারা ধর্মঘটের ডাক দেয়। তারা শ্রম আইন কিংবা আইএলও কনভেনশন কিছুই মানে না।  

বিআরটিএ কর্তৃক পরিবহন চালকদের লাইসেন্স নবায়নের ক্ষেত্রে রিটেস্ট প্রথা বাতিল ও পরিবহন শ্রমিকদের সহজ পদ্ধতিতে লাইসেন্স করার দাবি জানিয়ে সড়ক সংগঠনের নেতারা বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ মোতাবেক সড়ক পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদানসহ প্রজ্ঞাপন অনুযায়ী মাসিক বেতন প্রদান ও ৮ কর্মঘণ্টা নির্ধারণ করতে হবে।

উল্লেখযোগ্য অন্যান্য দাবিগুলো হলো, পরিবহন শ্রমিকদের চিকিৎসা ভাতা এবং দুই ঈদ ও পূজায় উৎসব বোনাস প্রদান করতে হবে; পরিবহন সেক্টরে অবৈধ চাঁদাবাজি ও হাইওয়েতে অহেতুক পুলিশের হয়রানি বন্ধ করতে হবে; যানজট নিরসন ও সড়ক দুর্ঘটনা রোধে মেয়াদ উত্তীর্ণ সকল প্রকার ফিটনেসবিহীন যানবাহন বন্ধ করতে হবে। 

এ ছাড়া ঢাকায় যানজট নিরসনে ফুলবাড়িয়ার অস্থায়ী পরিবহন টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তর করার দাবি জানান। 

শ্রমিকদের ভুল বুঝিয়ে সরকার বিরোধী প্রোপাগান্ডা ছড়াচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন—এ কথা উল্লেখ করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো. হানিফ খোকন বলেন, ‘পরিবহন শ্রমিকদের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। অথচ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পরিবহন শ্রমিকদের লাভের পক্ষে না গিয়ে, শ্রমিকদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা এবং উন্নয়নকে নস্যাৎ করার জন্য মজুরি বৃদ্ধি প্রত্যাখ্যান করে শ্রমিকদের ভুল বুঝিয়ে সরকার বিরোধী প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির