হোম > সারা দেশ > নরসিংদী

নিখোঁজের দুই দিন পর অপর শিক্ষার্থীর লাশ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর আলোকবালী ইউনিয়নের চর আফজালে বনভোজনে গিয়ে নিখোঁজ হওয়া অপর শিক্ষার্থী সহিদুল ইসলাম মাহফুজের (১৭) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল। আজ শনিবার বেলা ১১টার দিকে আলোকবালী ইউনিয়নের বকশালীপুরের মেঘনা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

গত শুক্রবার দুপুর ২টার দিকে নিখোঁজ মো. গালিবের (১৫) লাশ উদ্ধার করা হয়। গালিব মিয়া পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার দড়িপাড়া গ্রামের পত্রিকার এজেন্ট আজিজুল হকের ছেলে। সহিদুল ইসলাম মাফফুজ রায়পুরা উপজেলার বড়ইতলা গ্রামের হারুন মিয়ার ছেলে। তাঁরা সদর উপজেলার ঘোড়াদিয়া মুহম্মদীয়া ইন্টারন্যাশনাল তাহফুজুল কুরআন মাদ্রাসার শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা ১০টার দিকে বার্ষিক বনভোজনে ইঞ্জিনচালিত নৌকায় শিক্ষকসহ মাদ্রাসার ৩২ জন শিক্ষার্থী আলোকবালী ইউনিয়নের চর আফজালে যায়। পরে ফুটবল খেলা শেষে বিকেলে ৫টার দিকে তাঁরা মেঘনা নদীতে গোসল করতে নামে। কিন্তু শিক্ষকসহ বাকি ৩০ জনকে খুঁজে পাওয়া গেলেও দুজন ছাত্রকে পাওয়া যায়নি।

এ নিয়ে জানতে চাইলে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ‘পুলিশ  এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সমন্বিত প্রচেষ্টায় তাঁদের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। নিখোঁজ হওয়া গালিবকে গত শুক্রবার দুপুরে এবং মাফফুজের লাশ আজ শনিবার বেলা ১১টার দিকে মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়। পরে আবেদনের ভিত্তিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট