হোম > সারা দেশ > ঢাকা

নির্মাণসামগ্রী মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর রামপুরার বনশ্রীতে নির্মাণাধীন ভবনে কাজের সময় ক্রেনের দড়ি ছিঁড়ে নির্মাণসামগ্রী মাথায় পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম নুর আলম (৪৫)। তিনি ওই ভবন নির্মাণের কাজে ব্যবহৃত মিক্সচার মেশিনের চালক ছিলেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা সকাল ১১টার দিকে নুর আলমকে মৃত ঘোষণা করেন। 

মৃতের সহকর্মী জসিম হাওলাদার জানান, তারা বনশ্রী জি ব্লক, ৪ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে ঢালাইয়ের কাজ করছিলেন। মিক্সচার মেশিনের চালক ছিলেন নুর আলম। 

জসিম বলেন, ‘সকালে মিক্সচার মেশিনের ওপরে দাঁড়িয়ে কাজ করছিল নুর আলম। এ সময় মালামাল ওঠানোর ক্রেনের দড়ি ছিঁড়ে তাঁর মাথার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

মৃত নুর আলম বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার আব্দুস সালাম প্যাদার ছেলে। বর্তমানে তিনি রাজধানীর খিলগাঁও ভূঁইয়াপাড়া এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’ 

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির