হোম > সারা দেশ > ঢাকা

নির্মাণসামগ্রী মাথায় পড়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিনিধি

রাজধানীর রামপুরার বনশ্রীতে নির্মাণাধীন ভবনে কাজের সময় ক্রেনের দড়ি ছিঁড়ে নির্মাণসামগ্রী মাথায় পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম নুর আলম (৪৫)। তিনি ওই ভবন নির্মাণের কাজে ব্যবহৃত মিক্সচার মেশিনের চালক ছিলেন। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 

আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা সকাল ১১টার দিকে নুর আলমকে মৃত ঘোষণা করেন। 

মৃতের সহকর্মী জসিম হাওলাদার জানান, তারা বনশ্রী জি ব্লক, ৪ নম্বর রোডের একটি নির্মাণাধীন ভবনে ঢালাইয়ের কাজ করছিলেন। মিক্সচার মেশিনের চালক ছিলেন নুর আলম। 

জসিম বলেন, ‘সকালে মিক্সচার মেশিনের ওপরে দাঁড়িয়ে কাজ করছিল নুর আলম। এ সময় মালামাল ওঠানোর ক্রেনের দড়ি ছিঁড়ে তাঁর মাথার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ 

মৃত নুর আলম বাগেরহাট জেলার শরণখোলা উপজেলার আব্দুস সালাম প্যাদার ছেলে। বর্তমানে তিনি রাজধানীর খিলগাঁও ভূঁইয়াপাড়া এলাকায় থাকতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’ 

ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ: তিন বছরের প্রকল্পে এক যুগে কাজ ৫৪%

মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের ফ্ল্যাট সিলগালা

স্বল্প বাজেট, দুর্বল বাস্তবায়নের চাপে স্বাস্থ্যব্যবস্থা—কর্মশালায় উদ্বেগ

তিতুমীর কলেজে ছাত্রদলের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ জন

ছিনতাইয়ের মোবাইল ভাগাভাগির দ্বন্দ্বে ট্রেনের ছাদে যুবক খুন, দুই কিশোরসহ গ্রেপ্তার ৪

শিবির নেতার বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

রাজধানীতে দুর্ঘটনা বেশি ঘটে রাতে ও সকালে: রোড সেফটি ফাউন্ডেশন

মাইলস্টোন ট্র্যাজেডি: ১৮৩ দিন পর বাড়ি ফিরল আবিদ

রাজধানীতে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশ থেকে শিশুর মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জে মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার