হোম > সারা দেশ > ঢাকা

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রতিনিধি

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: ঘাট এলাকায় কাঁচাপণ্যের ট্রাক অধিক হারে আটকে পড়ায় কর্তৃপক্ষের নির্দেশে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে। সোমবার বিকেল থেকে সকল ফেরি স্বাভাবিক নিয়মে চলবে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, 'এখন থেকে ফেরি চলাচল স্বাভাবিক থাকবে। কারণ ঘাট এলাকায় আটকে পড়া ট্রাকের কাঁচামাল নষ্ট হয়ে যাচ্ছে। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ফেরি চলাচল স্বাভাবিক করে দিয়েছে। এখন সব ধরনের ফেরি চলাচল করবে।'

ফেরিতে যাত্রী পারাপারের কোনো নিষেধাজ্ঞা থাকবে কিনা জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন সরাসরি উত্তর না দিয়ে বলেন, 'ফেরি সবগুলো চলবে। পণ্যবাহী ট্রাক আর যানবাহন পার করতে হবে। যাদের জরুরী প্রয়োজন তাঁরা পার হবেন।'

বিআইডব্লিউটিসি'র বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে মোট ১৬ টি ফেরি রয়েছে। এর আগে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ফেরি চলাচল সীমিত করা হয়েছিল। তবে জরুরী যানবাহনের সাথে বিপুল সংখ্যক যাত্রী নিয়মিত পার হয়ে আসছে। এদিকে ফেরি কম সংখ্যক চলাচল করায় ঘাটে পণ্যবাহী ট্রাকের সংখ্যা বেড়ে গেছে। যাতে বেশির ভাগই পচনশীল পণ্য। তাই সোমবার বিকেল থেকে ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক ঘাটের এক ব্যক্তি বলেন, 'ফেরি চলাচল স্বাভাবিক করায় ঘরমুখী যাত্রীদের আর বিড়ম্বনা পোহাতে হবে না।'

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন